হাসপাতাল চত্বরের গাছতলায় সন্তান প্রসবের ঘটনার প্রতিবাদ বিজেপির। তদন্তে নামল স্বাস্থ্য দপ্তর। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ১৭ মার্চ, ২০২১

হাসপাতাল চত্বরের গাছতলায় সন্তান প্রসবের ঘটনার প্রতিবাদ বিজেপির। তদন্তে নামল স্বাস্থ্য দপ্তর।

কাটোয়া: কাটোয়া মহকুমা হাসপাতালের গায়েই গাছতলায় সন্তান প্রসব করলেন বধূ।

birth of a child under a tree a tree, bjp protest

হাসপাতালের গাফিলতির অভিযােগে সরব হন ওই বধূর আত্মীয়স্বজন। সেই ঘটনার তদন্তে নামল স্বাস্থ্য দপ্তর। জানা গেল, কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূর অবস্থা জটিল হওয়ায় কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।


হাসপাতাল চত্বরে গাছতলায় সরকারি অ্যাম্বুল্যান্সের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর সেখানেই সন্তান প্রসব করেন সেলিমা বিবি (Selima Bibi) এই ঘটনার খবর পৌঁছে গিয়েছে স্বাস্থ্য দপ্তরে। তারপরই রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক- কে সঙ্গে নিয়ে এই ঘটনার সরেজমিন তদন্তে এলেন পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায়।

তিনি সেদিনের কর্তব্যরত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রণববাবু জানান, কী কারণে ওই প্রসূতি গাছতলায় সন্তান প্রসব করেছেন, কোনও গাফিলতি রয়েছে কিনা, সেটা জানার জন্য সকলের সঙ্গে কথা বলছি।

তদন্তে যদি কারও দোষ পাওয়া যায়, তাহলে আইন মােতাবেক ব্যবস্থা হবে বলেও জানান ওই স্বাস্থ্যকর্তা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, বিভিন্ন সংবাদমাধ্যমে কাটোয়া হাসপাতাল লাগােয়া গাছতলায়।

প্রসবের খবর স্বতঃপ্রণােদিত হয়েই তদন্তে নেমেছে স্বাস্থ্য দপ্তর। কাটোয়ার করজগ্রাম-র প্রসূতি সেলিমা বিবির আত্মীয় আনােয়ার শেখ, জারিনা বিবিদের হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযােগ, রেফার করার পর অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত না করেই সেলিমাকে হাসপাতাল এর বেড থেকে নামিয়ে বের করে দেওয়া হয়।

বাইরের গাছতলায় ঘণ্টা দুয়েকের কাছাকাছি প্রসব যন্ত্রণায় কাতরানাের পর একটি পুত্রসন্তানের জন্ম দেয় সেলিমা। তবে হাসপাতাল চত্বরে সন্তান প্রসবের খবর পেয়েই অবশ্য তৎপর হন কাটোয়া হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রসূতিকে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। নবজাতক কে এসএনসি ইউনিটে ভর্তি করা হয়। এহেন 'ঘােরতর গাফিলতির প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।'

বিজেপির কাটোয়া নগর মণ্ডলের তরফে জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে দেখা করে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। দলের নগর সভাপতি অনুপ বােসের অভিযােগ, প্রায়ই কাটোয়া মহকুমা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযােগ ওঠে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad