বােমা ফাটার ঘটনায় আতঙ্ক ছড়াল শাসক দলের এক নেতার বাড়িতে।
সােমবার ঘটনাটি ঘটে দাঁতপুর পঞ্চায়েত এলাকার পাতরা গ্রামে। বােমাটি ফাটে একটি বাড়ির ছাদে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িটি তৃণমূলের এক নেতার। এক ঘটনার পর থেকেই তিনি ও তাঁর পরিবারের হদিস মিলছে না। পুলিশও বােমা ফাটার ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, অত্যধিক গরমের জেরেই বােমাগুলি ফেটে গিয়েছে।
স্থানীয়দের দাবি, ওই বাড়ির ছাদে বােমা শুকোতে দেওয়া হয়েছিল। সূর্যের তাপে সেগুলি ফেটে যায়। গ্রামবাসীদের দাবি, দু'টি বােমা ফেটেছে। তবে পুলিশের দাবি, ফেটেছে একটি বােমা।
এলাকার বাসিন্দারা জানান, এ দিন সকাল ১০টা নাগাদ বােমা ফাটার বিকট শব্দ পান তাঁরা। তাঁদের দাবি ওই শব্দ পেয়ে ছুটে গিয়ে তাঁরা দেখেন, ঘটনাটি ঘটেছে ওই নেতার বাড়ির ছাদেই।
ভােটের মুখে শাসক দলের নেতার বাড়িতে বােমা বাঁধার কাজ চলছিল বলেও অভিযােগ ওঠে। তবে পুলিশ ওই ঘটনার সত্যতা স্বীকার করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ওই তৃণমূল নেতা দল বদল করার পরিকল্পনা করছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.