বসন্ত উৎসবে বিজেপি প্রার্থী ও সাংসদ লকেট চ্যাটার্জির চোখ লক্ষ্য করে বিষাক্ত আবির ছােড়ার অভিযােগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর কালিতলা এলাকায়। এদিন সেখানে প্রচারে যান চুচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি (Locket Chatterjee) সেখানেই স্থানীয়দের অনুরােধে বসন্ত উৎসবে যোগ দিতে তিনি এগিয়ে যান।
লকেটের অভিযােগ তৃণমূলের ইশারায় অজ্ঞাত পরিচয় কিছু যুবক তার দিকে সেই বিষাক্ত আবির ছােড়ে। যদিও চশমার জন্য কিছুটা রক্ষা হলেও আবির তার চোখে ঢুকে যায়। এরপরই তিনি ফিরে আসেন ব্যান্ডেল লিচুতলায় তার বাড়িতে।
উল্লেখযোগ্য হল যে চাঁচুদা বিধানসভা কেন্দ্রে চতুর্থ পর্বের অর্থাৎ ১০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে চলেছে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এই অঞ্চলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের সাথে লকেট চ্যাটার্জির তীব্র লড়াই হতে যাচ্ছে।
TMC goons led by GP Pradhan Bidyut Biswas, Kodalia No. 2, attacked Locket Chatterjee, a BJP candidate from Chinsurah Assembly.
— BJP Bengal (@BJP4Bengal) March 27, 2021
The ‘khela’ of hatred, violence & harassment will be put to an end soon. This cowardly ‘khela’ of harassing women is triggered by the fear of defeat! pic.twitter.com/yyLBbOMli2
লকেট চ্যাটার্জি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলি থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তা সত্ত্বেও, বিজেপি চাচুড়া বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী হিসাবে লকেট চ্যাটার্জীকে মনোনীত করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
ঘটনার পরই এ বিষয়ে চুঁচুড়া থানায় অভিযােগ জানানাে হয়েছে বলে জানান লকেট। থানার পাশাপাশি নির্বাচন কমিশনেও অভিযােগ জানিয়েছেন বলে তিনি জানান।
অন্যদিকে এ বিষয়ে চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বলেন, বিরােধী দলের নেতা-নেত্রীদের অসম্মান করা তৃণমূলের সংস্কৃতি নয়। লকেটদেবী জানেন তিনি ৫০ হাজারের বেশী ভােটে হারতে চলেছেন। তাই প্রচারে থাকার জন্য তিনি এইসব নাটক করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.