নন্দীগ্রামের পুলিশকেও ফোন করে মাননীয়া বলছেন, 'একটু দেখে দাও না' বিস্ফোরক দাবি শুভেন্দুর। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২৮ মার্চ, ২০২১

নন্দীগ্রামের পুলিশকেও ফোন করে মাননীয়া বলছেন, 'একটু দেখে দাও না' বিস্ফোরক দাবি শুভেন্দুর।

শনিবার প্রথম দফার ভােট হয়ে গিয়েছে কিন্তু ভােটের আবহকে পিছনে ফেলে দিয়েছে প্রলয় কান্ড।

mamata banerjee calling the police of nandigram

একটি অডিও টেপ নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে পড়ে। এদিন মমতা ব্যানার্জি বিজেপি (Mamata Banerjee)-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল (Pralay Pal)-কে ফোন করে সাহায্য চেয়েছেন বলে একটি অডিও টেপ প্রকাশ্যে আসে।


নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) এই প্রসঙ্গে বলেন, শুধু প্রলয় কেন মাননীয়া এখন এখানকার পুলিশ অফিসারদেরও ফোন করে বলছেন "তােমরা একটু দেখে দাও না প্লিজ'।

এ নিয়ে শুক্রবার নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয় বিজেপি। নন্দীগ্রামের ওসি অজিত ঝা, হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘােষ, হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্য এবং মহিষাদলের সি আই বি বি রায়ের বিরুদ্ধে এই আধিকারিকরা তৃণমূলের হয়ে কাজ করছেন এমনটাই অভিযোগ ছিল বিজেপির।

এদিন শুভেন্দু দাবি করেন,পুলিশকে ফোন করে সাহায্য চাইছেন মমতা। শুভেন্দু আরও বলেন, নন্দীগ্রাম বড় শক্ত জায়গা ২৩৫ টি বিধানসভার অঙ্ক উল্টে দিতে পেরেছিল এই নন্দীগ্রাম। গুলি খেয়ে ও মার খেয়েও নন্দীগ্রামকে দমানাে যায়নি। ফলে নন্দীগ্রামকে দখল করা মুশকিল।

আজ সকালবেলা উনি প্রলয় পালকে ফোন করেছেন। যদি উনি জিতেই গিয়ে থাকেন তাহলে আবার বিজেপি নেতাদের কেন ফোন করছেন। এই অডিও টেপটি হাতিয়ার করে বিজেপির দাবি নন্দীগ্রামে শুভেন্দু জিতে গিয়েছে। ২ মে ফল মিলিয়ে নেবেন।

যদিও শুভেন্দুর এই দাবিকে মান্যতা দিতে নারাজ তৃণমূল। শাসক দলের শীর্ষ নেতাদের তরফে বলা হয়েছে , উনি দাবি করতেই পারেন কিন্তু নির্বাচনের ফল সামনে এলে সব স্পষ্ট হয়ে যাবে। এদিকে আজ রবিবার নন্দীগ্রামে যাচ্ছেন মমতা। নন্দীগ্রামের ভােট শেষ না হওয়া পর্যন্ত তিনি ওখানেই থাকবেন।

তৃণমূলের তরফে নন্দীগ্রামে বসন্ত উৎসবের আয়ােজন করা হয়েছে। সব মিলিয়ে নন্দীগ্রামে দ্বিতীয় দফার ভােটে সবচেয়ে হাইভােল্টেজ ম্যাচ হতে চলেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad