নির্বাচনী প্রচারে না যাওয়ায় হাতুড়ি দিয়ে মালদার এক স্কুল ছাত্রের মাথা ফাটিয়ে দিল তৃণমূল নেতা। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ২৭ মার্চ, ২০২১

নির্বাচনী প্রচারে না যাওয়ায় হাতুড়ি দিয়ে মালদার এক স্কুল ছাত্রের মাথা ফাটিয়ে দিল তৃণমূল নেতা।

মালদা: নির্বাচনী প্রচারে না যাওয়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাতুড়ির বাড়ি মেরে মাথা ফাটানাে ও প্রাণ নাশের চেষ্টার অভিযােগ তৃণমূলের এক নেতার বিরুদ্ধে।

tmc leader smashed the head of a student in malda, jairam sarkar

বৃহস্পতিবার সকালে মালদার গাজোল থানার পশ্চিম কসবা এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত স্কুল পড়ুয়া বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহতের পরিবার গাজোল থানায় লিখিত অভিযােগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


পুলিশ সুত্রে জানা গিয়েছে, আহত স্কুল ছাত্রের নাম জয়রাম সরকার (Jairam Sarkar) অভিযুক্ত TMC নেতার নাম বলরাম সরকার (Balaram Sarkar)। আহত ছাত্রের কাকা সুকুমার সরকার জানান, ভাইপাে জয়রাম সরকারকে ফোন করে বাড়ি থেকে ডেকে নির্জন এলাকায় নিয়ে যায় বলরাম সরকার।

অভিযুক্ত TMC নেতা সেখানে নিয়ে গিয়ে জয়রামকে মদ খাওয়ায়। তারপর সে যখন বাড়ি যাওয়ার কথা বলে তখনই হঠাৎ পিছন দিক থেকে জয়রামের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত তার মাথা ফাটিয়ে দেয়। এরপর চাকু দিয়ে তাকে প্রাণ নাশের চেষ্টা করে।

স্থানীয়রা তাকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। বর্তমানে সে আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। সে এখন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তবে আহতের কাকা সুকুমার সরকার জানান, বলরাম সরকার একজন TMC কর্মী। কিছুদিন থেকেই তার ভাইপাে জয়রাম সরকারকে তাদের দলের হয়ে প্রচারের কাজের জন্য সে চাপ দিতে থাকে। কিন্তু জয়রাম সরকার প্রচারে যেতে চাইছিলাে না।

তার দলের হয়ে কোনও কাজই করতে চাইছিল না সে। আর তার জেরেই তার উপর এই হামলা করা হয়েছে বলে পরিবারের সন্দেহ। গােটা ঘটনায় গাজোল থানায় লিখিত অভিযােগ করা হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু বলেন, স্কুল ছাত্রের ওপর হামলা খুবই নিন্দনীয় ঘটনা। আমাদের দলের কর্মী যদি এ ঘটনায় যুক্ত থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযােগ। এটা একটি গ্রাম্য বিবাদ। রাজনৈতিক রং দিয়ে অতিরঞ্জিত করা হচ্ছে।

জেলা বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, এবারের নির্বাচনে তৃণমূলের ভােট প্রচারের জন্য লােক পাচ্ছে না। যার ফলে স্কুল পড়ুয়াদের কেউ দলে আনার চেষ্টা করছে তারা। আর প্রতিবাদ করলে এরকম মারধর করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। স্কুল ছাত্রের ওপর এরকম হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আন্দোলন করতে বাধ্য হব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad