বিজেপির ইস্তাহারে ঢালাও প্রতিশ্রুতি। কিন্তু এত টাকা আসবে কোথা থেকে?
রাজ্যের কোষাগার শূন্য, শূন্য বললে এক প্রকার ভুল বলা হবে, ঋণে জর্জরিত। এদিন অমিত শাহ ইস্তাহার প্রকাশ করার সময় অনুভব করতে পেরেছিলেন এমন প্রশ্ন আসবে সাংবাদিকদের তরফ থেকে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাহার প্রকাশ করার আগেই নিজেই এর উত্তর দিয়ে দেন ।
তিনি বলেন, "দয়া করে জানতে চাইবেন না টাকা কোথা থেকে আসবে। আমি বেনে অঙ্কটা ভালাে বুঝি। সব হিসেব নিকেষ করেই বলছি।" আসলে রাজ্যের আর্থিক সঙ্গতির সঙ্গে কেন্দ্রের শক্তি জুড়লে যে উন্নয়ন তরান্বিত করা সম্ভব তা এদিন বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি যাকে বলেছেন ডবল ইঞ্জিন।
বিজেপির সােনার বাংলায় কি থাকছে :
১. বিশ্বের প্রতিভাকে সম্মান জানানাের জন্য নােবেল প্রাইজের আদলে টেগাের প্রাইজ এবং অস্কারের আদলে সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড পুরস্কার চালু করা হবে।
২. বাংলাকে ভারতের সংস্কৃতির রাজধানী হিসাবে গড়ে তুলতে ১১ হাজার কোটি টাকা সােনার বাংলা তহবিল গঠন করা হবে।
৩. বাংলার সংস্কৃতি প্রচারের জন্য রাজ্যের রাজধানী এবং বিদেশের নির্ধারিত কিছু জায়গায় সাংস্কৃতিক উৎকর্ষতা বৃদ্ধির জন্য গুরুদেব সেন্টার যন্ত্র কালচারাল এক্সলেন্স বানানাে হবে।
৪. কলকাতায় একটি বিশ্বমানের ‘সােনার বাংলা মিউজিয়াম তৈরি করা হবে।
৫. নেতজির জন্মবার্ষীকি পরাক্রম দিবস হিসাবে মহা ধুমধামে পালন করা হবে।
৬. রাজ্যে নির্ভয়ে বিনা বাধায় সরস্বতী পূজা ও দুর্গাপূজা উদযাপন করা হবে।
৭. গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার ও প্রসারের লক্ষ্যে আড়াই হাজার কোটি টাকার তহবিল গঠন করা হবে।
৮. রাজ্য জুড়ে মন্দিরগুলির মেরামত ও সংস্কারের জন্য একশ কোটি টাকার তহবিল ও পুরােহিত কল্যাণ বাের্ড প্রতিষ্ঠা এবং পুরােহিতদের প্রতি মাসে তিন হাজার টাকা করে সাম্মানিক প্রদান করা হবে।
৯. ৬০ বছরের বেশি কীর্তনিয়াদের মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে।
১০. বিশ্বজুড়ে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের ঐতিহাসিক যাত্রা প্রদর্শনের জন্য এক হাজার কোটি টাকার তহবিল গঠন করা হবে।
১১. তমলুকে তাম্রলিপ্ত জাতীয় মিউজিয়ামের প্রতিষ্ঠা করা হবে।
১২. সােনারপুরে মহানায়ক উত্তমকুমার ফিল্মসিটি প্রতিষ্ঠা করা হবে।
১৩. সরকারের সকল দলিল, আদেশ এবং চিঠিপত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক বাংলাকে রাষ্ট্রসংঘের অন্যতম সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিতে কেন্দ্রীয় সরকারের সহযােগিতা চাওয়া হবে।
১৪. ঠাকুর পঞ্চানন বর্মার নামে একটি মিউজিয়াম, একটি স্মৃতি সৌধ এবং একটি বিগ্রহ প্রতিমা নির্মাণের জন্য ২৫০ কোটি টাকার তহবিল গঠন করা হবে।
১৫. মাধ্যম যাই হােক দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষাকে বাধ্যতামূলক করা হবে।
১৬. সব বিশ্ববিদ্যালয়ে মনীষীদের জন্য চেয়ার থাকবে।
১৭. মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষার প্রশ্ন করা হবে বাংলা ভাষাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.