এ রাজ্যের মানুষ ১০ বছর আগে দিদির আসল চেহারাটা জানলে আর কেউ তাঁকে ক্ষমতায় আনত না।
রবিবার কানায় কানায় ভরা উপচে পড়া ভিড় দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি বলেন, এই সভা দেখে মনে হচ্ছে ব্রিগেডের সঙ্গে প্রতিযােগিতা হচ্ছে। জনতার ভিড় উপলব্ধি করে তিনি বলেন, মা-বােনেরা আশীর্বাদ দিতে এসেছেন।
বাঁকুড়ার তিলাবেদিয়ার সভা থেকে তৃণমূল কে উদ্দেশ্য করে বলেন, আমার মাথায় পা রাখুন, কিন্তু মানুষ কে লাথি মারতে দেব না। প্রধানমন্ত্রী বলেন, বিজেপি স্কিমে চলে, তৃণমূল চলে স্ক্যামে। যে প্রকল্পে দুর্নীতি করা যায় না, তা তৃণমূল চালু করে না। এবার দিদি যাচ্ছে, বাংলায় আসল পরিবর্তন আসছে। এই পরিবর্তন আসছে উন্নয়নের জন্য, পরিবর্তন আসছে গরীব মানুষের উন্নয়নের জন্য।
তিনি কটাক্ষের সুরে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন, দিদির তােলাবাজি, সিন্ডিকেট রাজ, ভ্রষ্টাচার দূর করতেই আসল পরিবর্তন হবে। গত বছরে দিদি রাজ্যবাসীর সঙ্গে খেলে, আপনার মন ভরেনি? এখনও বলছেন খেলা হবে? এ বার খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে।
আপনি ভেবেছিলেন কেউ কোনও প্রশ্ন করবে না। কিন্তু গােটা রাজ্য প্রশ্ন করছে,কেন্দ্র কোটি কোটি টাকা রাজ্যকে দিয়েছে। কিন্তু বাঁকুড়ায় জল নেই কেন? জমিতে জল নেই কেন? এ রাজ্যের মানুষের স্বপ্নকে লাথি মারতে দেব না, বাংলার বিকাশকে লাথি মারতে দেব না। বিজেপি ক্ষমতায় এলে সিন্ডিকেট, কাটমানির খেলা চলবেনা, দুর্নীতিবাজদের খেলা চলবে না।
তিনি আরোও বলেন, রাজ্যে বিজেপিকে নির্বাচনে জয়ী করুন, ডবল ইঞ্জিনের সরকার আনতে সব বাধা দূর করুন। ডাবল ইঞ্জিন সরকার বাঁকুড়ার টেরাকোটা শিল্পে নজর দেবে। বিজেপি ক্ষমতায় এলে বাঁকুড়ায় পর্যটনে জোর দেওয়া হবে, জোর দেওয়া হবে স্থানীয় শিল্পেও।
ডাবল ইঞ্জিন সরকার এলেই বাঁকুড়ায় জলপ্রকল্প হবে, নতুন শিক্ষানীতি জারি হবে। প্রধানমন্ত্রী অভিযােগ করে বলেন, সােনালি সময় বাম, কংগ্রেস এবং তৃণমূল নষ্ট করেছে। তাই সােনার বাংলার স্বপ্ন পূরণ করতে বিজেপি-কে ভােট দিন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকে কটাক্ষ করে বলেন, বিজেপি এলে এরাজ্যে সত্যিকারের মায়ের পুজো হবে, মাটির মূল্যায়ন হবে এবং মানুষ সম্মান পাবে। দিদি, আপনি বলছেন খেলা হবে। ১০ বছর বাংলার মানুষ আপনার খেলা দেখেছে।
আপনি বাংলার সংস্কৃতিকে অপমান করেছেন। TMC-র নেতারা আমাকে নিয়ে ছবি আঁকছেন তাতে দেখা যাচ্ছে, দিদি আমার মাথায় লাথি মারছেন। এটাই কি বাংলার সংস্কৃতি? তিনি সরাসরি মমতাকে প্রশ্ন করেন,দিদি আপনি এভাবে আর খেলতে চাইলেও বাংলার মানুষ খেলতে দেবে না।
কারণ, তারা বিজেপিকে দিয়ে উন্নয়ন করাতে চায়, বিকাশ করাতে চায়, বেকার যুবকদের চাকরি দেওয়াতে চায়।নরেন্দ্র মােদি বলেন, এই ১০ বছরে তৃণমূল নেতারা মালামাল হয়ে গেছে। গরীবের টাকা মেরে বড়লাে হয়েছে।
বড় বড় গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে TMC নেতাদের কেন্দ্রীয় প্রকল্পের কাটমানি খেয়ে, গরিবের পয়সা লুট করে
বড়লােক হয়েছে আপনার ভাইরা।
তৃণমূল নেতাদের চালচলন ও সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন মােদি। তিনি বলেন, এত সম্পত্তি কি করে হলাে, প্রশ্ন তুললেই দিদি রেগে যাচ্ছেন। তিনি বলেন, বিজেপি স্কিম নিয়ে চলে আর টিএমসি স্ক্যাম নিয়ে চলে। তাই যেখানে স্কিম সেখানে বিজেপি আর যেখানে স্ক্যাম সেখানে টিএমসি।
নরেন্দ্র মােদি বাঁকুড়ার শিল্পাঞ্চলের মানুষ ও জঙ্গলমহলের
আদিবাসীদের মন জয় করতে প্রথমেই পরিষ্কার বাংলায়
বলেন, আপনারা কেমন আছেন, জয় জোহার, বাঁকুড়া লাল মাটির রাঙা ধূলােয় আমার মন ভুলায় রে। বাঁকুড়ার
মাটিতে সারদা মায়ের জন্ম! তাই এই পবিত্র মাটিকে আমি
প্রণাম করি।
তিনি বলেন, বিজেপি এই বাংলায় ক্ষমতায় আসছে গরিব মানুষকে ন্যায় বিচার দিতে, ভ্রষ্টাচার মুক্ত বাংলা গড়তে। তাই বিজেপিকে ভােট দিয়ে সেই স্বপ্ন পূরণ করুন। সােনার বাংলার স্বপ্ন পূরণ করতে বিজেপিকে ভােট দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.