ভােটের মুখে আসামের অর্থমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)-কে হত্যার ষড়যন্ত্রের অভিযােগ ঘিরে শােরগােল পড়ে গিয়েছে।
এই অভিযােগে তিন আলফা সদস্যকে গ্রেফতার করল আসাম পুলিশ। ধৃতদের মধ্যে এক নেতাও রয়েছে বলে জানা যাচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচন সে রাজ্যে, তার আগে এই ঘটনায় রীতিমতাে চাঞ্চল্য ছড়াল।
এই ঘটনা প্রসঙ্গে আসাম পুলিশের চিফ পাবলিক রিলেশন অফিসার বলেন, গােপন সূত্রে খবর পেয়ে আমরা জানতে পারি যে, আলফার একদল জঙ্গি মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে খুনের চক্রান্ত করেছেন। এরপরই আমরা তৎপর হই।
জানা যাচ্ছে, যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে আলফার ভাইস চেয়ারম্যান প্রদীপ গগৈ Pradip Gogoi ধৃত তিনজনকে মঙ্গলবার আদালতে পেশ করেন। সকলেরই তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত।
অন্যদিকে আসামের নির্বাচনে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি। পদ্মশিবিরের তারকা প্রচারকের তালিকায় চমকপ্রদ নাম রয়েছে। তালিকায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। এছাড়াও তারকা প্রচারক হিসেবে নাম রয়েছে নীতিন গড়করি, এনএস তােমর, স্মৃতি ইরানির।
আসাম নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের।
আসামে এবার বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছে লেগেছে কংগ্রেস। অন্যদিকে, কুর্সি ধরে রাখতে ঝাঁপিয়ে পড়েছে পদ্মশিবির।
অন্যদিকে, উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপি-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। এই আবহে সে রাজ্যের বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানাে হয়েছে, ভােটের ফল ঘােষণার পরই মুখ্যমন্ত্রী ঠিক করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.