ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। রিপোর্ট তলব কমিশনের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ৩১ মার্চ, ২০২১

ময়নায় আক্রান্ত বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্দা। রিপোর্ট তলব কমিশনের।

ময়না: বিধানসভা ভােটের প্রচার করতে গিয়ে তৃণমূল গুন্ডাদের হাতে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা (Ashoke Dinda)।

bjp candidate ashoke dinda attacked
বিজেপি প্রার্থী অশোক দিন্দা আক্রান্ত 

মঙ্গলবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ময়না আসনের বিজেপি প্রার্থী অশােক দিন্দার গাড়ির উপর হামলা চালানাের ঘটনা প্রকাশ্যে এসেছে। বিজেপির তরফে অভিযােগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অশােক দিন্দার গাড়ির উপর হামলা চালিয়েছে।


ময়না বিধানসভা প্রার্থী অশোক দিন্দা-র কথায়, “প্রচার শেষ করে ফেরার পথে তৃণমূলরা আমার গাড়ি ভাঙচুর করে এবং আমাকে বেধড়ক মারধর করে। তারা সন্ত্রাস তৈরি করছেন। এই ভাবে তৃণমূলের লোকজন চলছে। এটা এদের পরিচয়। আমরা তো মানুষ, এই রকম করতে পারব না। প্রাণ বাঁচাতে বিডিও অফিসে ঢুকে পড়েছি৷” তিনি টুইট করেছেন "গণতন্ত্রকে প্রহসনে পরিণত করেছে দিদির সরকার।"

হামলার চোটে বিজেপি প্রার্থীর গাড়ির কাচ ভেঙে গিয়েছে। কাঁধে গুরুতর চোট পেয়েছেন তিনি। তাঁর চোট গুরুতর বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে বিস্তারিত রিপাের্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

যদিও বিজেপি (BJ P)-র দাবি উড়িয়ে দিয়ে হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। বিজেপির তরফে অভিযােগ, প্রচার সেরে ফেরার পথে অশােক দিন্দার গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা। তাদের ইটের ঘায়ে গুরুতর চোট পেয়েছেন দিন্দা, ভেঙে গিয়েছে তাঁর গাড়ির কাঁচ।

গত সােমবার রাত দেড়টা নাগাদ তমলুকের বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করে কিছু দুষ্কৃতী। তমলুক থানার বাইরেই আক্রান্ত হন বিজেপি প্রার্থী। মারের চোটে আপাতত তমলুক জেলা হাসপাতালে আইসিইউ (ICU) তে ভর্তি আছেন বিজেপি প্রার্থী।

এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। যদিও বিজেপির করা অভিযােগ অস্বীকার করেছে তৃণমূল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad