করােনার মহামারির দ্বিতীয় ঢেউয়ে সাহায্যের হাত বাড়াল বিজেপি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

করােনার মহামারির দ্বিতীয় ঢেউয়ে সাহায্যের হাত বাড়াল বিজেপি।

করােনা অতিমারিতে সব ধরনের সাহায্যের আশ্বাস দিলেন পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)।

bjp came forward with the help of corona epidemic, jitendra tiwary

ধীরে ধীরে করােনা অতিমারি দ্বিতীয় পর্যায়ের ঢেউ সারা রাজ্য জুড়ে যেভাবে ক্রমশ বেড়েই চলেছে তাতে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তৎপরতা বেড়েছে তুঙ্গে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে সচেতন ও তার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


তবে যে ভাবে করােনা অতিমারি মােকাবিলায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে রাজ্য প্রশাসন একাধিক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতনতা করছে তাতে আগামী দিনে সাধারণ মানুষের সচেতনতা বােধ না তৈরি হলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।

বুধবার আসানসােল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি নিঘার জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হােটেলে সাংবাদিক সম্মেলনে করে জানান, ২ মে ফলাফলের জন্য অপেক্ষা না। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সমস্ত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।

সাধারণ মানুষ হােক বা অন্য কোনও রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবার জন্য সাহায্য করব। যারা মাস্ক কিনতে পারবে না তাদের মাস্ক দেব। যে সকল বাড়িতে বৃদ্ধ-বৃদ্ধা থাকেন, যাদের দেখাশােনা করার কেউ নেই তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হবে।

শুধু বিজেপি দল নয় যে কোন রাজনৈতিক দল এই নম্বরে ফোন করে চাইতে পারেন। নিজেরা না এলেও আমাদের লােক পৌঁছে দেবে। তাদের বাড়ি বাড়ি গিয়ে।

শুধু আমাদের সমর্থকেরা নয় আমাদের প্রতিপক্ষরাও সেফ থাকুক। তিনি বলেন, আমি চাই পাণ্ডবেশ্বরে সবাই সেফ থাকুক। কেউ মাস্ক ছাড়া এক মুহূর্ত থাকবেন না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad