হুগলি: বৃহস্পতিবার গােঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক (Biswanath Karak)-র হয়ে ভােটের প্রচারের রােড-শােতে এসে তৃণমূল নেত্রীকে আক্রমণ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘােষ বলেন, 'যারা দিদির জন্য রক্ত দিয়ে ঘাম দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আজ তাদের বলছেন গদ্দার।
আরামবাগ-কামারপুকুর পচাখালি থেকে কামারপুকুর চটি হয়ে ৩ কিলােমিটার পথ ধরে রােড-শাে হয়। দিলীপ ঘােষ এদিন মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-কে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কংগ্রেসের সঙ্গে যে বিশ্বাসঘাতক করেছিলেন, তা কি ভুলে গেছেন?
আপনি বিশ্বাসঘাতকতা শিখিয়েছেন। আপনার সঙ্গে কেউ থাকতে চায় না দিদি। আপনার ঘর ভেঙে যাচ্ছে। সবাই ছেড়ে পালাচ্ছে। আপনি একা আছেন।উনি বলছেন, প্রধানমন্ত্রীর মুখ কেউ দেখতে চান না। তাহলে লাখ-লাখ লােক কীকতে আসেন? উনি আসলে উলটো কথা বলছেন।
ওনার মুখ আর কেউ দেখতে চান না। তাই পা সামনে তুলে ধরে আছেন। যার কোমরের জোর নেই, তিনি নাকি আমাদের কোমর সিধা করে দেবেন। এসব ভাষণ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। আর ডায়লগ নয়। ভাষণ নয়।
এবার কাজ চাই। বাংলার মেয়েকে চাইনা। চাকরি চাই। শিক্ষা চাই। জল চাই। বিদ্যুৎ চাই।রাস্তা চাই। মা-বােনেদের সুরক্ষা চাই। এই মেয়েকে অনেক দেখেছি। এবার পরিবর্তন চাই।' তিনি আরাে বলেন, ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষকে পরিবর্তন করেছে। তাকে একবার সুযােগ দিন।"
রাজ্যে রাজ্যে চাকরি, কল কারখানা করেছে। আমাদের ছেলেরাই সেই চাকরি করছে। বাংলার মানুষ কংগ্রেস, সিপিএম, তৃণমূল- কে সুযােগ দিয়েছেন। এবার বিজেপি- কে সুযােগ দিন।
এই লােকসভা ভােটে আরামবাগে আমাদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। এদিনের রােড-শােতে দিলীপ ঘােষ (Dilip Ghosh)-র সঙ্গে ছিলেন গােঘাট (Goghat) বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী বিশ্বনাথ কারক, আরামবাগ জেলা সাংগঠনিক ও মণ্ডল নেতারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.