লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত সাফ জানিয়ে দিলেন সেনাপ্রধান নারবানে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

লাদাখে এক ইঞ্চি জমিও হারায়নি ভারত সাফ জানিয়ে দিলেন সেনাপ্রধান নারবানে।

লাদাখ: এক ইঞ্চি জমিও হারায়নি ভারত।

not an inch of land has been lost, m.m naravane
M.M Naravane

পূর্ব লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সেনার মুখােমুখি সংঘর্ষ প্রসঙ্গে এমনই জানালেন সেনা প্রধান জেনারেল এমএম নারবানে (Manoj Mukund Naravane) তিনি আরও জানিয়েছেন, গত মাস থেকে উত্তেজনা নিষ্ক্রিয়করণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা সংশ্লিষ্ট এলাকার শান্তির লক্ষ্যেই।


উল্লেখ্য, গত এপ্রিলে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে জড়ায় ভারত ও চিনের সেনা জওয়ানরা। যার জেরে উভয় পক্ষেরই একাধিক জওয়ানের মৃত্যু হয়।

সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে এএনআই (ANI) কে নারবানে বলেন, ‘আমরা আমাদের এলাকা হারাইনি। আমরা সেখানেই রয়েছি, গােটা ঘটনা শুরুর আগে যেখানে ছিলাম। এমনকী, এক ইঞ্চিও জমি হারাইনি আমরা।

সমস্যা সমাধানে চিনের সঙ্গে আলােচনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। উত্তেজনা নিষ্ক্রিয় করতে কম্যান্ডার পর্যায়ে নটি বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সেনাপ্রধান নারবানে (মনোজ মুকুন্দ নারবানে) বলেন, ‘বর্তমানে গােগরা এবং হট স্প্রিং এলাকা নিয়ে আলােচনা চলছে। দুই সেনাবাহিনীই তাদের পূর্ববর্তী অবস্থান থেকে সরে গিয়েছে।

পরিষ্কার করে বলতে চাই, চিনের কাছে আমাদের এলাকা হারাতে হয়নি। একদিকে পাকিস্তান, অন্যদিকে চিন।দেশের নিরাপত্তার প্রশ্নে জোড়া চ্যালেঞ্জ মােকাবিলা নিয়ে সেনাপ্রধান বলেছেন, দুই সীমান্তেই চ্যালেঞ্জ রয়েছে এবং আমরা তার জন্য সবসময় প্রস্তুত।

ফেব্রুয়ারিতেই পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন পর্যায়ের বৈঠক হয়েছে, তাতে নিয়ন্ত্রণরেখা বরাবর ২০০৩ সালের সংঘর্ষ বিরতির সমঝােতা মেনে চলার বিষয়ে সহমত হয়েছে উভয়পক্ষই।

যে কোনও অবাঞ্ছিত পরিস্থিতি বা বিষয় হট লাইন সংযােগ এবং ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধানের ব্যাপারেও সমঝােতা হয়েছে বলে জানিয়েছেন জেনারেল নারবানে।

সেনাপ্রধান বলেছেন, “ডিজিএমও (DGMO) পর্যায়ের
বৈঠকের মার্চ থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। যদিও ওদিকে জঙ্গি শিবিরগুলাে সক্রিয় রয়েছে। পাহাড়ের উপরের দিকের বরফ গলতে শুরু করলেই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad