জঙ্গিপুর: করােনার পরীক্ষা করাতে আসা রােগীরা নিজেদের লালারস নিজেরাই সংগ্রহ করছেন।
কোনও রকম নির্ধারিত ক্রমিক নম্বর ছাড়া জমাও দিয়ে যাচ্ছেন। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে করােনা পরীক্ষা করাতে আসা রােগীদের এমন পরিস্থিতির মুখােমুখি হওয়ার খবর চাউর হতেই শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, হাসপাতালে আসা ওই রােগীদের নাম নথিভুক্তির জন্য একজন স্বাস্থকর্মীও রয়েছেন। করােনা টেস্টের কিটও রয়েছে। সেই স্বাস্থ্যকর্মীর নির্দেশেই লালারস সংগ্রহ করছেন রােগীরা নিজেরাই। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: প্রশান্ত কুমার বিশ্বাস।
ঘটনার তদন্ত করে দ্রুত রিপাের্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, উল্লেখযোগ্য ইতিমধ্যে করােনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের সংযুক্ত মাের্চার আরএসপির প্রার্থী প্রদীপ নন্দীর। মুর্শিদাবাদ জেলায় দৈনিক করােনা সংক্রমণ দিনের পর দিন বেড়ে চলেছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার, সহকারি সুপার, চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানসহ মােট ৩৫ জন করােনায় আক্রান্ত হয়ে হােম আইসােলেশনে চিকিৎসাধীন রয়েছেন।এর ফলে হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।
এরই মাঝে শনিবার হাসপাতালে করােনা টেস্ট করাতে এসে অমন পরিস্থিতির মুখােমুখি হন উপসর্গ নিয়ে আসা রােগীরা আতঙ্কিত হয়ে অনেকেই টেস্ট না করে বাড়ি ফিরে
যেতে বাধ্য হন। করােনা টেস্টের কিটও রয়েছে।স্বাস্থ্যকর্মীর নির্দেশেই লালারস সংগ্রহ করছেন রােগীরা
বিষয়টি নিয়ে তীব্র অস্বস্তির মুখে পড়েছে জেলা স্বাস্থ্য দফতর।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: প্রশান্ত কুমার বিশ্বাস জানিয়েছেন,“যে স্বাস্থ্যকর্মী রােগীদেরই ওইভাবে লালারস সংগ্রহের নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার বিস্তারিত রিপাের্ট চেয়ে পাঠানাে হয়েছে।”
অন্যদিকে, জিয়াগঞ্জ-আজিমগঞ্জের লন্ডন হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসেবে ঢেলে সাজানাের কাজও শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.