‘দিদি এত রাগ কেন’, শহরের রাজপথে ছেয়ে গেছে নতুন ব্যানার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বুধবার, ৭ এপ্রিল, ২০২১

‘দিদি এত রাগ কেন’, শহরের রাজপথে ছেয়ে গেছে নতুন ব্যানার।

রাজনীতিতে ডিজিটাল প্রচার কাকে বলে ১৪-র ভোটে বিজেপি দেখিয়ে দিয়েছিল পুরো বিশ্বকে।

didi ato rag kano why are you angry didi

এবার একুশের ভোটেও ডিজিটাল দুনিয়াতেও গেরুয়া শিবির আলাদা টিম রেখেছে। কেউ গান বাঁধছেন তাে কেউ পথনাটিকাকে হাতিয়ার করছেন। কেউ আবার ওয়ান লাইনার স্লোগানে বুক বাঁধছেন, কেউ রঙিন ফ্লেক্স দিয়ে দেওয়াল ভরাচ্ছেন। বিধানসভা নির্বাচনের সৌজন্যে।


এবার অভিনব প্রচার দেখেছে রাজ্য। এই তালিকায় নয়া সংযােজন দিদি এত রাগ কেন স্লোগান। শহরের রাজপথে এই স্লোগান লেখা ব্যানার, ফ্লেক্স শােভা পাচ্ছে। কারা টাঙাচ্ছে এই ফ্লেক্স তা এখনও স্পষ্ট নয়।

তবে ওয়াকিবহাল মহল কিন্তু গেরুয়া শিবিরের দিকেই আঙুল তুলছেন। এটা তাদেরই মস্তিষ্ক প্রসূত বলে মনে করা হচ্ছে। সম্প্রতি শহর মুড়েছে রঙিন ফ্লেক্সে। যার ব্যাকগ্রাউন্ডে রয়েছে হরেক রকমের রঙ। সামনে রাগী রাগী মুখের একটি কার্টুন। সঙ্গে লেখা "দিদি, এত রাগ কেন ", কে বা কারা এই ফ্লেক্স পােস্টার লাগাচ্ছেন তার কোনও উল্লেখ নেই।

আরোও পাড়ুন: নারী বিদ্বেষী মনােভাবের অভিযােগ প্রধানমন্ত্রীর ‘দিদি, ও দিদি' ডাকে। তৃণমূলের দাবি 'অপমানজনক টোন', 'অসম্মানের কি আছে?' পাল্টা বিজেপির।

গত কয়েকদিন ধরেই এই উক্তিটি ঘিরে সরগরম বাংলার রাজনীতি। প্রধানমন্ত্রী বাংলায় নির্বাচনী সভা করতে এসে বারবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কে দিদি বলে সম্বােধন করেছেন। শ্লেষের সুরে প্রশ্ন করেছেন, এত রাগ কেন ওয়াকিবহাল মহল বলছে প্রধানমন্ত্রীর সেই উক্তিকেই এবার প্রচারের হাতিয়ার করছে গেরুয়া শিবির।

মােদির এই ও দিদির স্বর বিজেপি কর্মীদের মধ্যে বেশ জনপ্রিয়ও হয়েছে। কিন্তু তৃণমূলের অভিযােগ প্রধানমন্ত্রীর এই সম্ভাষণের মধ্যে লুকিয়ে রয়েছে নারী বিদ্বেষ। রাজ্যের শাসকদল। বলছে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গাত্মক সুরেই দিদি বলে ডাকছেন মােদি।

তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা, জুন মালিয়া, অনন্যা চক্রবর্তীরা অভিযােগ করেছিলেন প্রধানমন্ত্রীর আচরণ দুর্ভাগ্যজনক এবং তিনি নারীবিদ্বেষী।
তৃণমূলের তরফে প্রশ্ন তােলা হয়।

আজ আমরা সবাই উদ্বিগ্ন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজেদের আসনকে সম্মান করছেন না। দেশের প্রধানমন্ত্রী টোন কাটছেন। টিটকিরি দিচ্ছেন। ওঁর ভাষণেই স্পষ্ট উনি কতটা নারী বিদ্বেষী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad