BJP করার অপরাধে শাসক দলের রােষের শিকার ঠিকা শ্রমিকরা। জেলা শাসককে লিখিত আবেদন জানাল বিজেপি বিধায়ক। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ১১ জুন, ২০২১

BJP করার অপরাধে শাসক দলের রােষের শিকার ঠিকা শ্রমিকরা। জেলা শাসককে লিখিত আবেদন জানাল বিজেপি বিধায়ক।

দুর্গাপুর: নির্বাচনী ফলাফল বেরনাের পর শাসক দলের রােষের শিকার বিজেপি সমর্থিত সাধারণ ঠিকা শ্রমিকরা। এমনটাই জানালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘােড়ুই


তিনি বলেন, ‘কে বলেছে শাসক দল প্রতিশােধ পরায়ণ রাজনীতি করে না। নিরীহ ঠিকা শ্রমিক- দের যারা রেহাই করছে না, তাদের কাছে আশা করা যায় নাকি যে তারা প্রতিশােধের রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে?


টিভির পর্দায় বা সােশ্যাল মিডিয়ায় যারা বড়-বড় বক্তব্য রাখে, ‘প্রতিশােধ’ নয় ‘উন্নয়নের নিরিখেই তারা তৃতীয়বার ক্ষমতায় এসেছে, তারা এই নিরীহ ঠিকা শ্রমিকদের ভয় পাচ্ছে কেন? যাদের কঠিন পরিশ্রমের পর দুবেলা খাবার জোটে, তাদের পর্যন্ত রেয়াত করছে না শাসক দলের স্থানীয় নেতৃত্বরা। তারাই আবার বলে বেড়াচ্ছে সমস্ত মানুষের সেবামূলক কাজ শাসক দল তৃণমূল ছাড়া অন্য কোন দল করছে না।

লক্ষণ ঘােড়ুই অভিযােগের সুরে বলেন,বিগত কয়েক বছর
যাবত আসানসােল-দুর্গাপুর শিল্পাঞ্চল তথা সমগ্র পশ্চিম বর্ধমান জেলাজুড়ে বিজেপির হয়ে দলের কাজ করার সুবাদে শাসক দলের রাজনীতি খুব ভালাে ভাবেই উপলব্ধি করেছি। তাই, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, গণতন্ত্রে শাসক দলের যেমন গুরুত্ব থাকে, তেমনই বিরােধী দলেরও গুরুত্ব রয়েছে।

নির্বাচনী ফলাফলে রাজ্যবাসী তৃণমূল দলকে শাসনে বসিয়েছে এটা যেমন সত্য! তেমনই ওই রাজ্যবাসী বিজেপি দলকে প্রধান বিরােধী হিসেবে চয়ন করেছে সেটাও বাস্তব সত্য। সুতরাং, বিরােধী দলের যা কাজ বিজেপি তা করে যাবে।

বুধবার, একটি লিখিত আবেদন পত্র ই-মেলের মাধ্যমে দুর্গাপুর-পশ্চিম বিধানসভার বিধায়ক, জেলাশাসক বিভু
গােয়েলের কাছে দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার বিজেপি সমর্থিত ঠিকা শ্রমিকদের তাদের কাজ থেকে বে- আইনি ভাবে বসিয়ে দেওয়ার অভিযােগ জানান এবং ওই পত্রের মাধ্যমে তাদের পুনর্বহালের আবেদনও করেন।

আবেদন পত্রের সঙ্গে তাদের সচিত্র গেটপাসগুলাে জেলা- শাসককে দেওয়া হয়েছে বলেও জানান বিজেপি বিধায়ক লক্ষণ ঘােড়ুই।

এই বিষয়ে কাউন্সিলর ও বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান দুর্গাপুর পুরসভার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের ১৮ জন, ৩১ নম্বর ওয়ার্ডের ৫ জন,৩৯ নম্বর ওয়ার্ডের ২ জন, ৪০ নম্বর ওয়ার্ডের ৩ জন ঠিকা শ্রমিক- দের নির্বাচনের ফলাফল শাসক দলের পক্ষে যাওয়ার পরে শুধু বিজেপি করার অপরাধে বেআইনি ভাবে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

এই ঠিকা শ্রমিকরা দুর্গাপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ড অন্তর্গত লেনিন সরণি এবং কাঞ্জিলাল এভিনিউতে থাকা কারখানায় ঠিকাদারদের অধীনে কাজ করত। কারখানা গুলাে ইন্ডিয়ন ওয়েল বটলিং প্ল্যান্ট, পিসিবিএল,মহারাজা ইস্পাত, ভগতজী স্টিল, ওম শক্তি, সুপর স্মেল্টার্স।

শ্রমিকরা জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতা ঠিকাদারদের বলেছে তাদের কাজ থেকে বসিয়ে দিতে। ফলে ঠিকাদার- দের কিছু করার নেই।বিধায়ক লক্ষণ ঘােড়ুই বলেন জেলায় ১৩০ জন ঠিকা শ্রমিক শাসকদলের রােষের শিকার হয়েছেন।

প্রত্যেকের ছবি সহ তাদের কারখানার গেটপাসের প্রতিলিপি অভিযােগ পত্রের সঙ্গে জেলাশাসক দপ্তরে জমা দেওয়া হয়েছে। প্রশাসন ব্যবস্থা না নিলে দলগত ভাবে জোরালাে আন্দোলন শুরু করা হবে।

বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বেআইনি ভাবে শ্রমিকদের কাজ থেকে বসিয়ে দেওয়ার লিখিত আবেদন পত্র ৯ জুন বুধবার দুর্গাপুরের ডেপুটি লেবার কমিশনরের মাধ্যমে জেলা শাসকের কাছে পাঠানাে হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad