বিজেপি করার অপরাধে সামাজিক বয়কটের মুখে কেশপুরের ২০০ টি পরিবার। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শুক্রবার, ১১ জুন, ২০২১

বিজেপি করার অপরাধে সামাজিক বয়কটের মুখে কেশপুরের ২০০ টি পরিবার।

বিজেপি করার অপরাধে সামাজিক বয়কটের মুখে কেশপুরের ২০০ টি পরিবার।

social boycott for 200 bjp families in keshpur

অভিযােগ বিজেপি করে বলে তাদের সামাজিক বয়কট করা হয়েছে এলাকায়। তাই বাড়ি ছেড়ে এই পরিবারের সদস্যরা স্থানীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে। তাদের অভিযােগ, বিজেপি করেন বলে পাড়ার দোকান থেকে কোনও জিনিস তারা কিনতে পারছেন না। এমনকী,পানীয় জলটুকুও তাদের নিতে দেওয়া হচ্ছে না। তাই বাধ্য হয়ে দলীয় কার্যালয়েই এখন এই পরিবারের সদস্যরা থাকছেন।


ভােট পরবর্তী সময়ে কেশপুরের বিভিন্ন গ্রামে এইসব বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযােগ। এমনকী, নাম ধরে ধরে তাদের বয়কট করা হয়েছে। আতঙ্কে তারা দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছে।

অভিযােগ, পুলিশের কাছে বার বার অভিযােগ করা সত্ত্বেও কোনও কাজ হয়নি। তাদের ঘরে ফেরানাের কোনও উগ্যোগ পুলিশকে নিতে দেখা যায়নি।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘােষ জানান,
এই মুহূর্তে প্রায় ৫০০ বিজেপি কর্মী ঘরছাড়া রয়েছেন। শুধু কেশপুর নয়, মেদিনীপুরের আরও অনেক জায়গাতে আতঙ্কে ঘরছাড়া বহু বিজেপি কর্মী।

এই বিষয়ে পুলিশ কোনও সহায়তা করছে না। উপরন্তু এই বিষয়ে কিছু করতে পারবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দল সবরকমভাবে কর্মীদের পাশে থাকার চেষ্টা করছে।

কর্মীদের পরিবারকে দলীয় কার্যালয়ে রেখে দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত শান্তি না আসছে এলাকায়, কর্মীদের সুরক্ষার ব্যবস্থা না করা হচ্ছে, ততক্ষণ এইসব কর্মীদের বাড়িতে পাঠানাে যাচ্ছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad