পশ্চিমবঙ্গে এক চীনা নাগরিককে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার করেছে BSF জওয়ান।
সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে BSF জওয়ান সেই চীনা নাগরিককে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকাল ৬ টার সময় কালিয়াচক থানার অন্তর্গত আকন্দবেরিয়া পঞ্চায়েতের সুলতানপুর এলাকা থেকে চীনা নাগরিককে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ক্যামেরাসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। সূত্র মারফত জানা যায়, চীনা নাগরিক ক্যামেরা থেকে ওই এলাকার ভিডিও রেকর্ডিং করছিল। সেই সময় BSF জওয়ানরা তাকে ধরে ফেলতে সফল হয়।
Today early morning, vigilant troops of BOP-Malik Sultanpur, @BSF_SOUTHBENGAL apprehended a Chinese national namely Junwei Han(36 yrs) in border area of Dist-Malda(WB) when he infiltrated into India from Bangladesh(1/2)
— BSF_SOUTH BENGAL: KOLKATA (@BSF_SOUTHBENGAL) June 10, 2021
হানের বিজনেস পার্টনার সান জিয়াং কে সম্প্রতি উত্তর প্রদেশের এটিএস গ্রেফতার করে। চীনা নাগরিককে ২৪ তম ব্যাটালিয়নের জওয়ানরা জিজ্ঞাসাবাদের জন্য মহদীপুর (Mahadipur) এলাকার ক্যাম্পে নিয়ে আসে।
চীনা নাগরিককে কী প্রশ্ন করা হচ্ছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে বিএসএফ জওয়ান কালিয়াচক পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। চীনা নাগরিকের কাছ থেকে বাংলাদেশ এর ভিসা ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে যে চীনা নাগরিক কাঁটা তারের এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। তার পরিচয় হান জুম ওয়েই (৪৫) নামে চিহ্নিত হয়েছে। তিনি চীনের বেইজিং এর বাসিন্দা।
বিএসএফের দ্বারা গ্রেফতার হওয়া অপরাধীর কাছ থেকে বাংলাদেশের নোট, মার্কিন ডলার এবং বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.