কলকাতা: সংসদে দেওয়া বয়ানের সঙ্গে সাংসদ নুসরাত জাহান (Nusrat Jahan)-র মুখের বয়ানের বিবৃতি মিলছে না, এই মর্মে যখন কিছু বিতর্কে জড়িয়েছেন তিনি তখন নতুন করে তৈরি হল আরেকটা বিতর্ক।
এবার তাঁর শিক্ষাগত যােগ্যতা নিয়ে তথ্যে গরমিল। ভােটের আগে দেওয়া হলফনামায় যেখানে নুসরত বলেছেন তিনি উচ্চমাধ্যমিক পাশ সেখানে লােকসভার সাইটে বলা রয়েছে তিনি বিকম অনার্স পাশ। ভবানীপুর গুজরাতি এডুকেশনাল সােসাইটি থেকে তিনি ওই ডিগ্রি পেয়েছেন বলে সাইটে দেওয়া তথ্যে জানা যাচ্ছে।
গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়েও তিনি নিজের নামের সঙ্গে নিখিলের ‘জৈন’ পদবী যুক্ত করে শপথ নিয়েছিলেন এবং ‘স্পাউস’ (Spouse) হিসাবে নিখিলের নামে বিশেষ ‘পাস’ বের করিয়েছিলেন যাতে সংসদে শরীর পরীক্ষা না করিয়েই তিনি প্রবেশ করতে পারেন।
এখন সেই বিয়ের তথ্যই তিনি অস্বীকার করছেন। ফলে সংসদে দু’রকম তথ্য দেওয়ার অভিযােগ তাঁর বিরুদ্ধে উঠছেই। এবার উঠল শিক্ষাগত যােগ্যতার ক্ষেত্রেও একই অভিযােগ।
এক্ষেত্রেও কি তিনি সংসদকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন? বিতর্ক উঠলেও অবশ্য নুসরত নিজে এ বিষয়ে কোনও মুখ খােলেননি। বরং এদিন প্রকাশ্যে এসেছে তাঁর একটি ছবি যেখানে তাঁর বেবিবাম্পের আভাস দেখা যাচ্ছে।
গত কয়েক দিনের সমস্ত বিতর্কের শুরু নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই যদিও শােনা গিয়েছিল তিনি ছিনি ছবির প্রচারের কারণেই অন্তঃসত্ত্বা হওয়ার ভুয়া খবর ছড়াচ্ছেন কিন্তু সেটিও মিথ্যে বলে জানা যায়। এদিনের ছবিতে তাঁর বেবি বাম্প (Baby bump) স্পষ্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.