মহানন্দা সেতুর গার্ডওয়ালে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযােগ। কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১৯ জুন, ২০২১

মহানন্দা সেতুর গার্ডওয়ালে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযােগ। কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।

মালদা: মঙ্গলবাড়ি মহানন্দা সেতুর গার্ডওয়াল তৈরিতে নিম্নমানের কাজ করার অভিযােগ তুললেন স্থানীয় বাসিন্দারা।

complaint of using low materials in the guard wall of mahananda bridge mangalbari


এই ঘটনায় ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযােগ তুলে মহানন্দা সেতুর গার্ডওয়াল তৈরির কাজ বন্ধ করে দেন ক্ষিপ্ত বাসিন্দারা।


বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে, মঙ্গলবাড়ি মহানন্দা সেতু এলাকায়। যেদিকে গার্ডওয়ালটি তৈরি হচ্ছে সেটি ইংরেজবাজার পুরসভার অন্তর্গত। অপর প্রান্তে রয়েছে পুরাতন মালদা পুরসভা।

সেতুর এই গার্ডওয়ালে কোনওরকম উন্নতমানের লােহার রড ব্যবহার করা হচ্ছে না বলে অভিযােগ বিক্ষোভকারী বাসিন্দাদের। এমনকী, স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে দিনের বেলায় কাজ বন্ধ করে, রাতের অন্ধকারে ঢালাইয়ের কাজ করছে ওই ব্রিজের সঙ্গে যুক্ত ঠিকাদারি সংস্থা। এরই প্রতিবাদ জানিয়ে এদিন বিক্ষোভ সােচ্চার হন স্থানীয় বাসিন্দারা। আর বিক্ষোভের জেরে মঙ্গলবাড়ি সেতুর গার্ড ওয়ালের কাজ বন্ধ হয়ে যায়। পরে সংশ্লিষ্ট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই) অধীনস্থ একটি ঠিকাদারি সংস্থা মঙ্গলবাড়ি সেতুর সংস্কারের কাজ শুরু করেছে। তার সঙ্গে চলছে সেতুর এক প্রান্তের নীচের অংশে গার্ড- ওয়াল তৈরির কাজ। আর সেই গার্ডওয়াল তৈরিকে ঘিরে
নিম্নমানের কাজ করার অভিযােগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যার ফলে বিক্ষোভ দেখিয়ে ওই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে এনএইচএআই (NHAI) কর্তৃপক্ষ জানিয়েছে, বহুদিনের পুরনাে মহানন্দা নদীর ওপর মঙ্গলবাড়ি সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে সেই সেতুটি সাজিয়ে তােলা হচ্ছে। একদিকে সেতুর অংশের গার্ডওয়ালের প্রয়ােজন রয়েছে বলেই সেই কাজ শুরু করা হয়েছে। কিন্তু নিম্নমানের কাজের কোনাে নির্দিষ্ট অভিযােগ নেই।

বৃহস্পতিবার কিছু মানুষ ক্ষোভ-বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এদিন বিক্ষোভকারী বাসিন্দাদের মধ্যে মালদা শহরের বাঁশবাড়ি মুসলিম কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবাড়ি সেতুটি দুর্বল হয়ে পড়েছিল বলে সেটি জাতীয় সড়ক কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ নিয়েছে, এটা ভালাে কথা। কিন্তু ওই সেতুর নিচের গার্ডওয়াল সঠিকভাবে তৈরি করা হচ্ছে না। উন্নতমানের লােহার রড ব্যবহার করা হচ্ছে না। কাজের অনেক অনিয়ম রয়েছে। কয়েকদিন আগেও এব্যাপারে বিক্ষোভ দেখানাে হয়েছিল।

ন্যাশনাল হাউওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (এনএইচএআই)-র মালদার প্রজেক্ট ডিরেক্টর দিনেশ কুমার হানসারিয়া জানিয়েছেন, সরকারি কাজ হঠাৎ করে কেউ আটকাতে পারে না। নিম্নমানের গার্ডওয়াল তৈরির কোনও অভিযােগ আমাদের কাছে আসেনি। এখন কারা এই কাজে বাধা দিচ্ছে সেটি আমরা দেখছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad