হাবড়া: রাষ্ট্রসংঘ কিংবা হােয়াইট হাউস (White house) গিয়ে বাইডেনর কাছে অভিযােগ করুক রাজ্যপাল, এই ভাষাতেই কটাক্ষ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Yotipriya Mallick)।
হাবড়া মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় একটি রক্তদান শিবির অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের মুখােমুখি সাংবাদিক- দের প্রশ্নের উত্তরে বনমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যপাল প্রসঙ্গে এ কথা বলেন।
দিল্লিতে অভিযােগ করে কিছু হবে না রাজ্যপালের হােয়াইট হাউস (White house) কিংবা রাষ্ট্রপুঞ্জ বা জো বাইডেন (Joe Biden)-র কাছে অভিযােগ করুক। রাজ্যপালের যা লেভেল ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে চলে যাওয়া উচিত।
তিনি এত দায়িত্ব নিচ্ছে কেন? বিজেপি কি তাকে রাজ্য সভাপতি করেছে? মিথ্যে এবং অসত্যের উপর দাঁড়িয়ে আছে এই রাজ্যপাল। ভােট-পরবর্তী কোন হিংসা এই রাজ্যে কিংবা এই জেলাতে ঘটেনি এমনটাই জানান জ্যোতিপ্রিয় মল্লিক।
পাশাপাশি হাবড়া পুরসভার প্রসাশক মণ্ডলীর সংখ্যা ৫ থেকে ১৩ করা হয়েছে তা নিয়ে তিনি বলেন, কাজের গতি আনতে মানুষের পরিষেবা দেওয়ার লক্ষ্যে বড় প্রশাসক মণ্ডলী করা হয়েছে।
ইতিমধ্যেই বনগাঁসহ রাজ্যের কয়েকটি জায়গায় মুখ্য প্রশাসক পরিবর্তন সহ একাধিক পুরসভার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। হাবড়া সহ জেলার একাধিক পুরসভার মুখ্য পুরপ্রশাসক পরিবর্তন নিয়ে ধোঁয়াশা জিয়ে রাখলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি জানান, আগামী দিনে নতুনদের জায়গা করে দিতে হবে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জায়গা দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকেই তাকে আমাদের নেতা হিসেবে মানি। তেমনি ভাবে আমাদের প্রত্যেককেই একই রকম ভাবেই চলতে হবে কারণ তাকে দীর্ঘ বছরের পর বছর দলটাকে নিয়ে যেতে হবে।
হাবড়ায় কলতান অনুষ্ঠানে গিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় একটি রক্তদান শিবির অনুষ্ঠানে এসে সংবাদ- মাধ্যমের মুখােমুখি হন বারাসত লােকসভার সাংসদ কাকলি ঘােষ দস্তিদার।
তিনি জানান, মুকুল রায়ের দলবদল যদি আইন অনুযায়ী না হয়ে থাকে, তাহলে শুভেন্দু অধিকারীর মনে রাখতে হবে নিজের বাড়িতেও একজন দল বদল করা সাংসদ অর্থাৎ সদস্য রয়েছেন তাই ওনার সেই বিষয়টি আরও মন দিয়ে দেখা উচিত।
পাশাপাশি রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপাল পদে ইস্তফা দিয়ে বিজেপির সভাপতি হওয়া উচিত, রাজ্যপালের কাজ রাজ্য ও কেন্দ্রকে সেতুবন্ধনের কাজ করা কিন্তু তিনি তা না করে অশান্তি করছেন। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.