কলকাতা: পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নকল করোনা ভ্যাকসিন (Fake Vaccination) ক্যাম্পের কেলেঙ্কারির পর এবার উত্তর ২৪ পরগনা জেলায় নকল মিনারেল ওয়াটার কারখানার (Fake Mineral Water Plant) হদিস পাওয়া গেছে।
এই কারখানায় নামী সংস্থার লেবেল লাগিয়ে মিনারেল ওয়াটার বাজারে বিক্রি করা হত। নকল মিনারেল ওয়াটারের এই কারখানাটি উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে পাওয়া গেছে।
পুলিশ এই কথিত মিনারেল ওয়াটারের কারখানার এক কর্মীকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অভিযোগ করা হচ্ছে যে একটি নামী প্রতিষ্ঠানের লেবেল লাগিয়ে বাজারে নকল মিনারেল ওয়াটার বিক্রি করা হচ্ছে এখান থেকে। পুলিশ কারখানাটি সিল করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী গোপন তথ্যের ভিত্তিতে জেলা এনফোর্সমেন্ট শাখা এবং মধ্যগ্রামগ্রাম থানার পুলিশ যৌথভাবে বসুনগর এলাকায় অবস্থিত এই মিনারেল ওয়াটারের কারখানায় অভিযান চালায়।
এখানে একটি বাড়িতে অবৈধভাবে একটি কারখানা চলছিল। নামী কোম্পানির লেবেল লাগানো জারে জল ভরে তা বাজারে সরবরাহ করা হচ্ছিল।
জলের কারখানার লাইসেন্স কি আদৌও আছে?
পুলিশ এই কারখানা থেকে বেশ কয়েকটি জার এবং কিছু রাসায়নিক উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেফতার করা যায়নি। কারখানাটিকে সিল করে দেওয়া হয়েছে। কারখানার মালিকের তল্লাশি তল্লাশি চলছে। এর সাথে কারখানার লাইসেন্স আছে কি নেই তাও খতিয়ে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.