শনিবার রাতের পর রবিবার দুপুরে ফের শহর কলকাতায় চলল গুলি।
রবিবার বেহালার মুচিপাড়া এলাকায় চলে গুলি। গুলি চালানাের অভিযােগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এর পিছনে দলের গােষ্ঠীদ্বন্দ্বই কারণ বলে জানাচ্ছেন স্থানীয় তৃণমূল কর্মীরা।
প্রাথমিকভাবে পুলিশও মনে করছে, তৃণমূলের ২ গােষ্ঠীর মধ্যে বিবাদের ফলেই ওই গুলি চালনার ঘটনা ঘটেছে। এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি কার্তুজের খােল। তবে ওই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হননি বলেই জানা গিয়েছে।
রবিবার দুপুর আড়াইটে নাগাদ গুলি চলে বেহালার মুচিপাড়া মােড়ের কাছে। গুলি চালানাের অভিযােগ ওঠে অর্ণব বন্দ্যোপাধ্যায় নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুরসভার ভােটে টিকিট বণ্টন নিয়ে।
শাসকদলের ২ পক্ষের মধ্যে ঝামেলা থেকেই ওই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শী এক তৃণমূল কর্মী জানান, ১২১ নম্বর ওয়ার্ডে টিকিট বণ্টন ঘিরে অর্ণবের সঙ্গে দীর্ঘদিন ধরেই বচসা চলছিল এলাকার কিছু তৃণমূল কর্মীর।
রবিবার বাইকে চেপে এসে অর্ণব বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান। অর্ণব ওই ওয়ার্ডের বাসিন্দা না হওয়া সত্ত্বেও টিকিট নিয়ে ঝামেলা করছেন বলেও জানান অন্যান্যরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণে কেউ হতাহত হননি। তবে এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
ঘটনাস্থলে যায় বেহালা থানার পুলিশ বাহিনী। তৃণমূলের গােষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উঠে এলেও এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.