নয়াদিল্লি: এবার আইএসআইএস (ISIS) জঙ্গির মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি’!
শুনতে অবাক লাগলেও বাস্তবে ঘটনাটি ঘটেছে দিল্লির তিহার জেল (Tihar Jail)-এ। কারাবন্দি ওই জেহাদির অভিযােগ, বেধড়ক মারের হাত থেকে বাঁচতে রামনাম জপ করতে হয়েছে তাকে।
এই কুখ্যাত জঙ্গি ইসলামিক স্টেটের সদস্য রশিদ জাফর কে গ্রেফতার করা হয় ২০১৮ সালের ডিসেম্বরে। দিল্লিসহ দেশের একাধিক জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল ওই জঙ্গি।
জেহাদি মডিউলটির নিশানায় ছিল রাজনীতিবিদ,এমনকি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলি। কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে যায় রশিদ ও তাঁর ৮ সঙ্গী।
সেবার গােপন খবরের সূত্র ধরে দিল্লির জাফরাবাদ ও সেলামপুর এবং উত্তরপ্রদেশের ১১টি জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় গােয়েন্দারা। এর ফলে সন্ত্রাসবাদীদের পরিকল্পনা ভেস্তে যায়। তারপর থেকেই হাইসিকিউরিটি তিহার জেলে রয়েছে সে।
তার আইনজীবী এম এস খান দাবি করেন,জেলের ভেতর অন্য বন্দিরা প্রচণ্ড মারধর করে তার মক্কেলকে। তাকে বলপূর্বক ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে বাধ্য করা হয়।
দিল্লির একটি আদালতে বুধবার এই বিষয়ে মামলা করা হয়েছে। রশিদের বিষয়ে কেন্দ্রীয় গােয়েন্দারা জানিয়েছেন যে সাধারণতন্ত্র দিবসে হামলার ছক ছিল তার।
অভিযানের পর তার কাছ থেকে প্রায় ২৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। রশিদ তার বাবাকে ফোনে এই অত্যাচারের কথা জানিয়েছে বলেও তার আইনজীবী জানান।
কেন্দ্রীয় গােয়েন্দারা রশিদের বিষয়ে জানিয়েছিলেন যে সাধারণতন্ত্র দিবসে হামলার ছক ছিল তার। অভিযানের পর প্রায় ২৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় তার কাছ থেকে। উদ্ধার হওয়া জিনিসের মধ্যে ছিল পটাশিয়াম নাইট্রেট, অ্যামােনিয়াম নাইট্রেট ও সালফার।
জঙ্গিরা রিমােট কন্ট্রোল খেলনা গাড়ি ও ওয়ারলেস ডােরবেল থেকে যন্ত্রাংশ নিয়ে বােমা তৈরির কাজ করছিল। এছাড়া, রশিদ ও তার সঙ্গীদের কাছ থেকে ১৩৪টি সিমকার্ড-সহ ৯১টি মােবাইল ফোন এবং অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.