কেপটাউন : জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্রী আশিস লতা রামগােবিন (Asishlata Ramgobin)-র বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল দক্ষিণ আফ্রিকায়।
ইতিমধ্যেই ৫৬ বছর বয়সি, লতাকে ডারবানের একটি আদালত, প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করেছে এবং সাত বছরের কারাদণ্ডের ঘােষণা করেছে।
বিতর্কের সূত্রপাত ২০১৫ সালে। ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটি (NPA) আদালতে জানিয়েছে, ওই বছর এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ হয় লতার। ওই ব্যবসায়ীর সংস্থা কাপড়, জুতাে প্রভৃতি তৈরি করে এবং বিভিন্ন দেশে রফতানি করে।
অভিযােগ, লতা ওই ব্যবসায়ীকে নিজের কাজের অভিজ্ঞতার কথা জানিয়েই ফাঁদে ফেলেন। তাঁর কাছ থেকে অগ্রিম হিসাবে ৬২ লক্ষ র্যান্ড (আফ্রিকান মুদ্রা) নেন। ব্যবসায় লভ্যাংশ দেওয়ার প্রতিশ্রুতিও দেন। কিন্তু পরে জানা যায়, পুরােটাই ছিল প্রতারণা।
মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)-র প্রপৌত্রীর বিরুদ্ধে ৬০ লক্ষ র্যান্ড আর্থিক তছরুপের অভিযােগ রয়েছে। পাশাপাশি অভিযােগ রয়েছে। ব্যবসায়ীদের ভুয়া চালান পাইয়ে দেওয়ারও।
NPA-র তরফে ব্রিগেডিয়ার হাংওয়ানি মৌলজি জানিয়েছেন ভুয়া নথি জোগান দিয়ে, ভারত থেকে তিনটি শিপমেন্টে লিনেন দক্ষিণ আফ্রিকায় নিয়ে এসেছিলেন তিনি। সেইসময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠায় তদন্ত হয়। তিনি দোষী সাব্যস্ত হন। সেবার ৫০,০০০ র্যান্ড (Rand) দিয়ে জামিন পান তিনি।
তাৎপর্যপূর্ণভাবে, যে মহাত্মা গান্ধী অহিংসা এবং সততার
প্রতীক, তারই প্রপৌত্রীর বিরুদ্ধে লােক ঠকানাের, আর্থিক প্রতারণার অভিযােগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। লতা প্রখ্যাত মানবাধিকার কর্মী, এলা গান্ধী এবং প্রয়াত মেওয়া
রামগােবিন্দের কন্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.