আপার প্রাইমারিতে শিক্ষক নিয়ােগে উঠল অনলাইনে ইন্টারভিউয়ের দাবি। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

আপার প্রাইমারিতে শিক্ষক নিয়ােগে উঠল অনলাইনে ইন্টারভিউয়ের দাবি।

আপার প্রাইমারির ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ বা প্রস্তুতি -র জন্য আদালতে অতিরিক্ত চার সপ্তাহ সময় বৃদ্ধির আবেদন জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। সেই সময়সীমা সােমবার শেষ হয়েছে।

teachers in the upper primary demanded online interview

চাকরিপ্রার্থীদের অভিযােগ, একদিন কেটে গেলেও তালিকা প্রকাশ সংক্রান্ত কোনও নির্দেশ তাঁদের কাছে এসে পৌঁছয়নি। যা নিয়ে ঘাের অনিশ্চয়তা তৈরি হয়েছে।


করােনা আবহে অনলাইনে তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন চাকরি প্রার্থীরা। অনলাইনে ইন্টারভিউর দাবিও উঠেছে। আপার প্রাইমারিতে নিয়ােগ সংক্রান্ত একটি মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী ১০ মে মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ ও ঠিক তার আট সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট অনুসারে প্যানেল প্রকাশিত হওয়ার কথা।

আগের নির্দেশ অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের যােগদানের কথা ছিল। কিন্তু মঙ্গলবার পর্যন্ত ইন্টারভিউর তালিকা কবে প্রকাশিত হবে, সে বিষয়ে কমিশনের তরফে কিছু জানান হয়নি। ফলে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রার্থীদের মধ্যে।

এবার কমিশন কী ভূমিকা পালন করে,সেই দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, দ্রুত নিয়ােগ প্রক্রিয়া সম্পন্ন হােক।

হাইকোর্টের নির্দেশ মেনে ৩১ জুলাইয়ের মধ্যেই নিয়ােগ প্রক্রিয়া শেষ করাটাই এখন অন্যতম দাবি। অনলাইনে ইন্টারভিউ নেওয়ার কথা বিবেচনা করতে পারে এসএসসি। তবে দেখতে হবে যাতে জেলা ও শহরের সব অঞ্চলের ছাত্রছাত্রীরা সেই ইন্টারভিউ প্রক্রিয়াতে যােগ দেওয়ার সুযােগ পান।

পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের সহ সভাপতি সুশান্ত ঘােষ বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে সংবেদন -শীল এই অবস্থায় বিকল্প পথের অনুসন্ধান করতে সরকার এবং এসএসসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। অনলাইনে ইন্টারভিউ শুরু করার কথা ভেবে দেখতে বলছে মঞ্চ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad