এবার একই সঙ্গে ভুইফোড় অর্থলগ্নি সংস্থাগুলিতে টাকা রেখে প্রতারিতদের স্বার্থে জনস্বার্থ মামলার শুনানি চলবে কলকাতা হাইকোর্টে।
রাজ্যে চিটফান্ড মামলার বিচারের ক্ষেত্রে নিঃসন্দেহে বড়সড় পদক্ষেপ আদালতের। চিটফান্ডকাণ্ডের মামলা- গুলি দীর্ঘদিন এজলাসে না ওঠায় প্রতারিতদের নালিশকে আমল দিয়ে বিভিন্ন কেসের তথ্য তলব করলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
আগামী ৭ তারিখ প্রথম মামলা শুনবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারপর তালিকা ধরে প্রতিটি মামলার জন্য সময় দেওয়া হবে। বহু দিন ধরেই চিটফান্ড
সংক্রান্ত বহু মামলা হাইকোর্টে জমছে। প্রায় শতাধিক মামলা রয়েছে।
শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সমস্ত মামলা নিজের এজলাসে নিয়ে নেন। বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থা বা চিটফান্ডগুলিতে টাকা রেখে কয়েক লক্ষ মানুষ সর্বস্বান্ত হয়েছেন। তাঁদের দ্রুত ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার লক্ষ্যে ২০১৫ সালের ডিসেম্বর মাসে তৎকালীন প্রধান বিচার- পতি মঞ্জুলা চেলুরের ডিভিশন বেঞ্চ বিশেষ বেঞ্চ তৈরি করে দিয়েছিলেন। সেই বেঞ্চেই মূলত টাকা ফেরানাে, সম্পত্তি বিক্রি, সম্পত্তির হিসাবনিকেশ-সহ বিভিন্ন ইস্যুর
শুনানি হত।
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল শুক্রবার যাবতীয় মামলার শুনানির জন্য উদ্যোগী হন। প্রধান বিচারপতির বক্তব্য, যে কোনও একটি চিটফান্ড সংস্থার যাবতীয় মামলা এখন থেকে তিনি শুনবেন।স্বভাবতই এই সিদ্ধান্তে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে আমানতকারীদের। দ্রুত শুনানি হলে টাকা ফেরত পেতে পারেন তাঁরা।
ইতিমধ্যেই ৫৪টি চিটফান্ড কোম্পানির মামলা তালুকদার কমিটি শুনছে। সেই কমিটির তালিকা চায় ডিভিশন বেঞ্চ।
অন্যদিকে টাওয়ার গ্রুপের সম্পত্তি কিনতে চেয়ে আদালতের দ্বারস্থ হন দুই ব্যক্তি। সােমবারের মধ্যে বেশ কিছু মামলাও শুনবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আইনজীবী মহলের একাংশও যথেষ্ট খুশি এতে। করােনা পরিস্থিতিতে মানুষের হাতে টাকা এলে ভাল মনে
করছেন আইনজীবীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.