বসিরহাট: ঘূর্ণিঝড় ইয়াস ও কোটালের প্রবল জলােচ্ছ্বসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াতে সরকার হাড়ি, কড়াই, হাতা, খুন্তি- সহ বিভিন্ন ধরনের রান্নার সরঞ্জাম ও হ্যারিকেন, স্টোভ নিয়ে একটি বিশেষ কিট তৈরি করে।
এই কিট ওই অসহায় পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই কিট-সহ ত্রাণ সামগ্রী চুরি করে পাচারের অভিযােগ উঠল শাসক দলের স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ওই পঞ্চায়েত সদস্য।
কয়েক দিন আগেই বসিরহাট-২ নম্বর পঞ্চায়েত সমিতির মাধ্যমে কিট পৌঁছয় মালতিপুর পঞ্চায়েতে। সেই মালপত্র শনিবার গভীর রাতে গাড়ি বােঝাই করে চুরির মাল অন্যত্র নিয়ে যাচ্ছিল মালতিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রেজাউল বিশ্বাস এমনটাই অভিযােগ স্থানীয় বাসিন্দাদের। এলাকার বাসিন্দারা হাতেনাতে সেই মালপত্র ধরে ফেলে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে মাটিয়া থানার পুলিশ।
রবিবার সকালে ওই তৃণমূল নেতা ও এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেফতারের দাবি তুলে মাইকে প্রচার করে স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় তৃণমূল সদস্য রেজাউল বিশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.