টোকিও: রীতি অনুযায়ী প্রত্যেক অলিম্পিক্স প্রতিযােগীকে একটি কন্ডােম দেওয়া হয়।
অলিম্পিক গেমস ভিলেজে বিতরণ করা কনডম অস্ট্রেলিয়ান ক্যানোইস্ট এবং অলিম্পিক পদকজয়ী জেসিকা ফক্সের কাজে আসে, কারণ অস্ট্রেলিয়ান ক্রীড়াবিদ তার নৌকা ঠিক করতে কনডম ব্যবহার করেছিলেন।
কিন্তু এবার সেই কন্ডােম ব্যবহার নয়, সুভেনিয়র হিসেবে
বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল আয়ােজক কমিটি। কিন্তু অস্ট্রেলিয়ান ক্যানােইস্ট জেসিকা ফক্স (Australian canoeist Jessica Fox) কন্ডােম ব্যবহার করলেন এবং তা দিয়েই জিতলেন ব্রোঞ্জ পদক।
Read more: Tokyo Olympic 2021 মীরাবাই চানু Pizza খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, Dominos লাইফটাইম ফ্রি পিৎজা দেওয়ার ঘোষণা করেন।
কন্ডােম দিয়ে ক্যানাে (নৌকা) সারালেন Jessica Fox। সেই ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামের কল্যাণে এখন ভাইরাল। নৌকাটিতে প্রথমে কার্বনের প্রলেপ লাগিয়ে তারপর কন্ডােমটি পরিয়ে দিচ্ছেন।
কন্ডােম দিয়ে ক্যানাে (নৌকা) সারালেন Jessica Fox। সেই ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামের কল্যাণে এখন ভাইরাল। নৌকাটিতে প্রথমে কার্বনের প্রলেপ লাগিয়ে তারপর কন্ডােমটি পরিয়ে দিচ্ছেন।
একটি সংক্ষিপ্ত ক্যাপশন দিয়ে জেসিকাকে বলতে শােনা যাচ্ছে, "কন্ডােম দিয়ে যে নৌকা সারানাে যায় তা কেউ জানত না, এ আমি বাজি ধরে বলতে পারি।"
নেট মাধ্যমে প্রবল ভাইরাল হয়েছে জেসিকার নৌকার মুখে কন্ডােম পরানাের ভিডিও। টোকিও অলিম্পক্সে কে ১ ক্যাটেগরিতে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ান মেয়েটি।এর আগে রিওতেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। লন্ডন অলিম্পিক্সে অবশ্য রুপাে জিতেছিলেন জেসিকা।
নেট মাধ্যমে প্রবল ভাইরাল হয়েছে জেসিকার নৌকার মুখে কন্ডােম পরানাের ভিডিও। টোকিও অলিম্পক্সে কে ১ ক্যাটেগরিতে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ান মেয়েটি।এর আগে রিওতেও ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। লন্ডন অলিম্পিক্সে অবশ্য রুপাে জিতেছিলেন জেসিকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.