Honours-এ ভর্তিতে গুরুত্ব মাধ্যমিকে প্রাপ্ত নম্বরকেও। কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু আগামী সপ্তাহ থেকে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১ আগস্ট, ২০২১

Honours-এ ভর্তিতে গুরুত্ব মাধ্যমিকে প্রাপ্ত নম্বরকেও। কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু আগামী সপ্তাহ থেকে।

এবারে হয়নি উচ্চমাধ্যমিক পরীক্ষা। কোনও প্রবেশিকা পরীক্ষাও নেওয়া যাবেনা।

Honours admission open next week in west bengal


মাধ্যমিকই ছিল শেষ লিখিত পরীক্ষা, যেটিতে প্রথাগত- ভাবে পরীক্ষাকেন্দ্রে গিয়ে অংশগ্রহণ করেছিলেন চলতি বছরের দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা। সে কারণে স্নাতক (Honours) কোর্সে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে মেধা যাচাইয়ে মাধ্যমিকের ফলাফলকেই গুরুত্ব দিচ্ছে রাজ্যের একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়।


স্নাতক স্তরে ছাত্র ভর্তিতে মাধ্যমিকের নম্বরকে গুরুত্ব দিচ্ছে লেডি ব্রেবাের্ন কলেজ। এই কলেজের অধ্যক্ষ শিউলি সরকার বলেন, “এ বছরের পড়ুয়ারা ২০১৯ সালে দশমের পরীক্ষা দিয়েছিল, তখন কোভিড় (Covid-19) না থাকায় ওই পরীক্ষাটাই একমাত্র ঠিকঠাক হয়েছিল। সেকারণেই আমরা মেধা যাচাইয়ের ক্ষেত্রে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার ফলাফলকে গুরুত্ব দিচ্ছি।” এভাবেই কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ বহু কলেজ মাধ্যমিকের নম্বরকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Read more: Higher Secondary results 2021 বিক্ষোভের জের। আরামবাগ গার্লস হাইস্কুলে নম্বর বাড়ল ১৩৭ জন ছাত্রীর। অভিযােগ জমা নেওয়া শুরু সংসদের।

আবার অনেক কলেজই শুধু উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতেও পড়ুয়া ভর্তি নেবে। মৌলানা আজাদ কলেজের
অধ্যক্ষ শুভাশিস দত্ত বলেন, “প্রাথমিক আলােচনায় উঠে এসেছিল যে আমরা উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের ভিত্তিতে
পড়ুয়া ভর্তি করব। কিন্তু, মাধ্যমিকের ৪০ শতাংশ নিয়ে উচ্চমাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছে। তাই আবার মাধ্যমিক নিলে বিষয়টা ঘেটে যেতে পারে। তাই আমরা উচ্চমাধ্যমিকের ভিত্তিতেই পড়ুয়া ভর্তি নেব বলে সিদ্ধান্ত নিয়েছি।”

উচ্চমাধ্যমিকের পাশাপাশি অনলাইন- টেলিফোনিক গ্রুপ ডিসকাশনের মাধ্যমে পড়ুয়া ভর্তি করতে চেয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখা। সেই প্রস্তাব অনুমােদনের জন্য পাঠানাে হয়েছিল উচ্চশিক্ষা দফতরের কাছেও। কিন্তু, উচ্চশিক্ষা দফতর সেই প্রস্তাবে সায় দেয়নি বলে জানা গিয়েছে। তাই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতেই স্নাতকের পড়ুয়া ভর্তি নেওয়া হবে যাদবপুরের কলা ও বিজ্ঞান শাখায়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও ছাত্রভর্তিতে উচ্চমাধ্যমিকের সঙ্গে মাধ্যমিকের ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে, কোন বিভাগে কোন ফর্মুলায় ছাত্র ভর্তি নেওয়া হবে, সে বিষয়ে দুটি বিশ্ববিদ্যালয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই ২ আগস্ট বিশ্ববিদ্যালয় গুলির ভর্তির পাের্টাল (Portal) খােলার সম্ভাবনা কম বলে জানা গিয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “আলােচনা চলছে, মােটামুটি একটা সিদ্ধান্ত হতে চলেছে। আশা করি, সামনের সপ্তাহে ভর্তি প্রক্রিয়া চালু করে দিতে পারব।”

যাদবপুরের মতাে প্রেসিডেন্সিতেও আগস্টের প্রথম সপ্তাহে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad