ভুয়ো ভ্যাকসিন কান্ড ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য বিধানসভার সামনে ছাত্র পরিষদের তুমুল বিক্ষোভ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

শনিবার, ১০ জুলাই, ২০২১

ভুয়ো ভ্যাকসিন কান্ড ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জন্য বিধানসভার সামনে ছাত্র পরিষদের তুমুল বিক্ষোভ।

ভুয়াে ভ্যাকসিন কান্ডের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে ও এ বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য বিবৃতির দাবিতে ছাত্র পরিষদের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে শুক্রবার তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।

chhatra parishad

ছাত্র পরিষদ সদস্যরা বিধানসভার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে তাদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি বেঁধে যায়। পরে পুলিশ আন্দোলন- কারীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যায়।


ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের দাবি পুলিশ তাদের ওপর অন্যায় ভাবে লাঠিচার্জ করে। বিধানসভার সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ ঘিরে এদিন ধুন্ধুমার কান্ড বেঁধে যায়।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্র পরিষদের সদস্য- রা শুক্রবার বিক্ষোভ দেখান বিধানসভার সামনে।অভিযােগ, পুলিশ জোর করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়ার চেষ্টা করলে সেখানেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপর রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্র পরিষদের সদস্যরা। হাতে পােস্টার, মুখে ‘বন্দে মাতরম’ স্লোগান।

শুধু পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিই নয়, একই সঙ্গে ভুয়াে ভ্যাকসিন কাণ্ডেরও প্রতিবাদে সরব হন কংগ্রেসের ছাত্র সংগঠনের সদস্যরা। গত কয়েকদিন ধরেই বিভিন্ন জায়গায় কংগ্রেস, বাম, ও তাদের ছাত্র সংগঠনগুলি পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভ্যাকসিনকাণ্ড-সহ একাধিক ঘটনার বিরােধিতায় পথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে।

এদিনও তেমনই বিধানসভার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র পরিষদ। এদিকে এখন বিধানসভায় অধিবেশন চলছে।স্বভাবতই বিধানসভা ভবনে নিরাপত্তার কড়াকড়ি অনেক বেশি।

এরই মধ্যে প্রতিবাদ কর্মসূচি ঘিরে পরিস্থিতি জোরাল হয়ে উঠতে পারে,সেই সম্ভাবনা থেকেই বিক্ষোভকারীদের আটকায় পুলিশ। কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তির রূপ নেয়। এর পরই রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা।একাধিক ছাত্র পরিষদের সদস্যকে আটকও করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad