কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাবে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বন্ধ হয়ে থাকা বর্ধিত মহার্ঘ (DA hike announced) ভাতা ফের চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
বুধবার এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ঘােষণা করেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) বাড়িয়ে ২৮ শতাংশ করার সিদ্ধান্তে অনুমােদন দেওয়া হয়েছে এবং তা কার্যকর হবে ১ জুলাই থেকে।
বর্তমানে ১৭ শতাংশ মহার্ঘ ভাতা পান কেন্দ্রীয় সরকারি
কর্মচারীরা। গত বছর জানুয়ারি মাসে তা ৪ শতাংশ, জুনে ৩ শতাংশ এবং চলতি বছরের জানুয়ারিতে আরও ৪ শতাংশ বাড়ানাে হলেও বর্ধিত অঙ্ক পাচ্ছিলেন না কর্মীরা। কারণ কোভিড পরিস্থিতিতে সাময়িকভাবে বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।
Cabinet restores DA for central govt employees and pensioners, increases it to 28 pc from 17 pc from July: Union Minister Anurag Thakur
— Press Trust of India (@PTI_News) July 14, 2021
কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভােগীরা জুলাই থেকে সব মিলিয়ে ২৮ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। সব মিলিয়ে ৫২ লক্ষ কর্মচারী এবং পেনশনভাগী উপকৃত
হবেন কেন্দ্রের এই সিদ্ধান্তে।
কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে উৎসবের মরশুমে একদিকে যেমন লক্ষ লক্ষ সরকারি কর্মচারি উপকৃত হবেন, তেমনই অর্থনীতিও বেশ খানিকটা চাঙ্গা হবে বলে মনে করা হচ্ছে।
উৎসবের মরশুমে হাতে বর্ধিত বেতন পেলে সরকারি কর্মীরা খরচের পরিমাণ বাড়াবেন। ফলে বাজারে চাহিদা বাড়বে। যা পরােক্ষে উৎপাদন এবং জিডিপি বাড়াতে সাহায্য করবে বলে ধারণা অর্থনীতিবিদদের।
প্রসঙ্গত,করােনা পরিস্থিতির জন্য এক বছর পর প্রথমবার সশরীরে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠকে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। এর আগে শেষবার গতবছর ৭ জুলাই সশরীরে মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করেন প্রধানমন্ত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.