চলতি বছরের মাধ্যমিকের মূল্যায়নের ফল প্রকাশ হবে ২০ জুলাই। ওই দিন সকাল ১০ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আনুষ্ঠানিকভাবে ফল ঘােষণা করবেন।
সকাল ১০টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপে দেখা যাবে এই ফলাফল। গত শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে পর্ষদ। কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল, তাও এদিন জানিয়ে দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে।
উল্লেখ্য, এবছর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও দেওয়া হয়নি। করােনা মহামারি (Corona pandemic)-র জন্য এবার মাধ্যমিক পরীক্ষা (Madhymik examination) করানো সম্ভব হয়নি।
এবারে পড়ুয়ারা যেহেতু অ্যাডমিট কার্ড পায়নি তাই এবার পড়ুয়াদের ফল জানতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে। স্কুল থেকে মার্কশিট নিতেও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহৃত হবে।
Read more: Higher Secondary 2021 Results: আগামী ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট; ওয়েবসাইট, অ্যাপ, এসএমএসে জানা যাবে ফল।
আগামী মঙ্গলবার থেকে স্কুলেই পাওয়া যাবে অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট। স্কুলের প্রধান শিক্ষক বা তাদের প্রতিনিধিরা ফল ঘােষণার পর পর্ষদের বিভিন্ন কেন্দ্র থেকে মার্কশিট, অ্যাডমিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
আগামী মঙ্গলবার থেকে স্কুলেই পাওয়া যাবে অ্যাডমিট, মার্কশিট এবং সার্টিফিকেট। স্কুলের প্রধান শিক্ষক বা তাদের প্রতিনিধিরা ফল ঘােষণার পর পর্ষদের বিভিন্ন কেন্দ্র থেকে মার্কশিট, অ্যাডমিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
এবার মেধা তালিকা প্রকাশিত হবে না বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। www.exametic.com ওয়েবসাইটে
রেজিস্ট্রেশন নম্বর ও ফোন নম্বর আগেভাগে রেজিস্টার করে রাখলে SMS এর মাধ্যমে রেজাল্ট চলে আসবে রেজিস্টার্ড মােবাইল নম্বরে। এছাড়া Madhyarmik Result 2021' মােবাইল অ্যাপ ডাউনলােড করে রাখলে সরাসরি ফল দেখা যাবে।
কোন কোন ওয়েবসাইটে জানা যাবে ফল?
সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে exametc.com
www.wbbse.wb.gov.in
wbresults.nic.in
সহ ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক (Higher secondary)-র ফলাফল। পরের দিন প্রকাশিত হবে মাদ্রাসার ফল। তিনটি পরীক্ষার মূল্যায়নে বিকল্প পথ বেছে নেওয়া হয়। মূল্যায়নের এই বিকল্প পথে সাধারণ- ভাবে পরীক্ষার্থীদের ফলাফল ভাল হবে বলেই আশা করা হচ্ছে। বিকল্প পথে ফল নিয়ে আগ্রহ এবার তুঙ্গে।
রেজিস্ট্রেশন নম্বর ও ফোন নম্বর আগেভাগে রেজিস্টার করে রাখলে SMS এর মাধ্যমে রেজাল্ট চলে আসবে রেজিস্টার্ড মােবাইল নম্বরে। এছাড়া Madhyarmik Result 2021' মােবাইল অ্যাপ ডাউনলােড করে রাখলে সরাসরি ফল দেখা যাবে।
কোন কোন ওয়েবসাইটে জানা যাবে ফল?
সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে exametc.com
www.wbbse.wb.gov.in
wbresults.nic.in
সহ ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে পারবে পরীক্ষার্থীরা।
উল্লেখ্য, ২২ জুলাই প্রকাশিত হবে উচ্চমাধ্যমিক (Higher secondary)-র ফলাফল। পরের দিন প্রকাশিত হবে মাদ্রাসার ফল। তিনটি পরীক্ষার মূল্যায়নে বিকল্প পথ বেছে নেওয়া হয়। মূল্যায়নের এই বিকল্প পথে সাধারণ- ভাবে পরীক্ষার্থীদের ফলাফল ভাল হবে বলেই আশা করা হচ্ছে। বিকল্প পথে ফল নিয়ে আগ্রহ এবার তুঙ্গে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.