টোকিও অভিযান শেষ। আজ দেশে ফিরছেন রুপাের মেয়ে চানু সাঁইখোম মীরাবাই (Chanu Saikhom Mirabai)
বিকেল পৌনে পাঁচটায় তিনি নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে নামবেন, সেখান থেকে তার সরাসরি ইম্ফলের বিমান ধরার কথা।
আসলে মীরাবাই জানিয়ে ছিলেন, বাড়ি ফেরার জন্য তার তর সইছে না। গত চার-পাঁচ বছরে বড়জোর তিন-চারবার বাড়িতে গিয়ে মায়ের সান্নিধ্য পেয়েছেন। তাই তড়িঘড়ি বাড়িতে ফিরতে মরিয়া তিনি।
এবার অলিম্পিকের নিয়মানুযায়ী প্রতিটি অ্যাথলিটকে তার ইভেন্ট শেষ করার পর ৪৮ ঘন্টার মধ্যে টোকিও শহর ছাড়তে বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে মীরাবাই চানুর প্রত্যাবর্তন ঘিরে সাজসাজ রব পড়ে গিয়েছে ইম্ফলে। বিশেষ করে তার গ্রাম নংবক কাকচিং-এ এমনিতেই তার খেলা দেখার জন্য শনিবার ভাের থেকে তার বাড়ির সামনে প্রচুর মানুষের সমাগম ঘটে ছিল। এসেছিলেন তার পরিবারের আত্মীয়-পরিজন। ধরে নেওয়া হচ্ছে, এদিন তাকে দেখতে প্রচুর মানুষ আসবেন। তাই প্রশাসনকে সতর্ক করা হয়েছে।
এদিন মণিপুরের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, মীরার সাফল্যে তারা আপ্লুত। তাই তাকে ১ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। শুধু তাই নয়, তার চাকরির উন্নতির জন্য রেল মন্ত্রককে তদ্বির করবেন তিনি।
পদক জয়ের পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ (N. Biren Singh) সরাসরি ভিডিও কলের মাধ্যমে মীরাবাইয়ের সঙ্গে কথা বলেন, সেখানেই তিনি ১ কোটি টাকা আর্থিক পুরস্কারের কথা জানিয়ে দেন। সেই সঙ্গে মীরাকে এও বলেন, “তােমার জন্য রাজ্য সবকিছু সাহায্য করতে রাজি।”
সরকার ছাড়াও অনেক বেসরকারী সংস্থাও তাঁকে তাদের পুরষ্কার দিচ্ছে। ইতিমধ্যে পিৎজা কোম্পানি ডোমিনোজ ইন্ডিয়া (Dominos India) অলিম্পিকে রৌপ্যপদক বিজেতা মীরাবাই চানু কে লাইফটাইম ফ্রি পিৎজা (Pizza) দেওয়ার ঘোষণা করেছে। পিৎজা সংস্থা ডোমিনোজ ইন্ডিয়া তাদের টুইটার অ্যাকাউন্টে এই তথ্য দিয়েছে।
Just heard @mirabai_chanu on @ndtv with @Vimalsports. She says the first thing she wants to do is eat a pizza 🍕 after all the hard training 😀 #SilverMedal
— Nidhi Razdan (@Nidhi) July 24, 2021
মীরাবাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি পিৎজা খেতে চান কারণ তিনি দীর্ঘদিন পিৎজা খাননি। তারকা ওয়েটলিফটার (Weightlifter)-র এই বিষয়টিকে সামনে রেখে, ডোমিনোজ ইন্ডিয়া চানুকে লাইফটাইম ফ্রি পিৎজা ডেলিভার করার ঘোষণা করেছে।
সংস্থাটি অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লিখেছে, "তিনি বলেছেন এবং আমরা এটি শুনেছি। আমরা কখনই চাই না যে মীরাবাই চানু পিৎজার জন্য অপেক্ষা করুক।" সে কারণেই আমরা তাকে সারা জীবনের জন্য বিনামূল্যে ডোমিনোজ পিৎজা দিচ্ছি।"
শনিবার ছিল উত্তর-পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের এক সভা। সেই সভায় মীরাকে নিয়ে যে বেশিক্ষণ আলােচনা হয়েছে তাও ভিডিও কলে জানান তিনি। পরে মুখ্যমন্ত্রী বলছিলেন, “মীরাকে আমি বলেছি, আমরা তােমার জন্য গর্বিত। তুমি ফিরে এলে রাজ্যের তরফ থেকে তােমাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে। তাছাড়া রেল মন্ত্রককে আমরা অনুরােধ করব তােমার পদন্নোতি যাতে ঘটে।”
আগে রেলের টিটি ছিলেন মীরা। আন্তর্জাতিক পদক পেলেই রেল বাের্ডের নিয়ম অনুযায়ী পদের উন্নতি ঘটতে বাধ্য। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাকে যে বিশেষ পদ দিচ্ছে রেলমন্ত্রক তা যেন নিশ্চিত থাকেন। ঘরে ফিরলে সেটাও ঘােষণা করা হবে।
প্রথম রাউন্ডের লড়াই জেতার পর মেরি কমকে জিজ্ঞেস করা হয়েছিল, মণিপুরি মেয়েরা কেন বারবার অলিম্পিকে এসে সফল হচ্ছে ? প্রশ্নের মেরি জানিয়ে দেন, “পাহাড়ি মেয়েরা সহজে হার মানতে রাজি নয়। লক্ষ্যের কাছে যাওয়ার জন্য লড়াই, লড়াই, লড়াই, লড়াই চালিয়ে
যায়।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.