ভাটপাড়ায় তৃণমূলের গােষ্ঠীকোন্দল প্রকাশ্যে, আক্রান্ত যুব তৃনমূল নেতা দেবাঞ্জন বিশ্বাস। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ২ আগস্ট, ২০২১

ভাটপাড়ায় তৃণমূলের গােষ্ঠীকোন্দল প্রকাশ্যে, আক্রান্ত যুব তৃনমূল নেতা দেবাঞ্জন বিশ্বাস।

ব্যারাকপুর: আবারও তৃণমূলের গােষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে।

Tmc youth president Debanjan Biswas attacked in Bhatpara

এবার ভাটপাড়ায় এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গােষ্ঠীর ঝগড়ায় আক্রান্ত হলেন ভাটপাড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি দেবাঞ্জন বিশ্বাস।


প্রসঙ্গত, কয়েকদিন আগে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি চন্দন দাস এবং ১৫ নম্বর ওয়ার্ডের যুব নেতা গােপাল দাস গােষ্ঠী কোন্দলে আক্রান্ত হয়েছিলেন।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে ১ নম্বর ওয়ার্ড অফিসের ভ্যাক্সিনেশনের কাজ সেরে মোটর বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় ভাটপাড়া ২ নম্বর ওয়ার্ড কুলিডিপাের কাছে তার পথ আটকায় কয়েকজন যুবক। এরপর দেবাঞ্জনকে এলােপাথাড়ি মারধাের করতে থাকে আকাশ মাহাতাের দলবল।

হামলায় দেবাঞ্জনের নাক ও কপাল ফেটে যায়। এমনকি তার চশমা ভেঙে দেওয়া হয়। আক্রান্ত তৃণমূল যুব নেতা দেবাঞ্জন বিশ্বাস অভিযােগ করেন, সদ্য বিজেপি থেকে তৃণমূলে আসা আকাশ মাহাতাে এবং তার দলবল তার ওপর হামলা চালিয়েছে। এমনকি গলা থেকে সােনার চেন ছিনিয়ে নিয়েছে ওরা।

তাকে তৎক্ষনাৎ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওইদিন রাতেই তিনি ভাটপাড়া থানায় অভিযােগ দায়ের করেছেন।

সূত্র মারফত জানা গেছে, আক্রান্ত যুব নেতা ভাটপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী জিতেন্দ্র সাউ পন্থী। অপরদিকে ঘটনায় অভিযুক্ত আকাশ তৃণমূল নেতা গােপাল রাউত অনুগামী।

বিজেপি নেতা উমা শঙ্কর সিংয়ের দাবি, তৃণমূলের গােষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা। কিন্তু ওদের নিজেদের কোন্দল ধামাচাপা দিতে ওরা বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

যদিও হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকালে ভাটপাড়ার কুলিডিপাে মােড়ে পথ অবরােধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের নেতা কর্মীরা।

বিক্ষোভের নেতৃত্ব দেন ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেতা মনু সাউ। ভাটপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী জিতেন্দ্র সাউ ঘনিষ্ঠ এই মনু। কিন্তু সূত্র মারফত জানা গেছে কয়েকমাস আগে এই মনু জিতেন্দ্র সাউ বিরােধী গােপাল রাউত শিবিরে ছিলেন। তবে শাসকদলের গােষ্ঠী কাজিয়ায় মারপিটের ঘটনায় ভাটপাড়ার সাধারণ মানুষজন তিতিবিরক্ত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad