SSC তে ২৫ হাজারের বেশি অভিযােগ জমা পড়ল। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

সোমবার, ২ আগস্ট, ২০২১

SSC তে ২৫ হাজারের বেশি অভিযােগ জমা পড়ল।

উচ্চপ্রাথমিকের ইন্টারভিউ তালিকা নিয়ে ২৫ হাজারেরও বেশি অভিযােগ জমা পড়ল স্কুল সার্ভিস কমিশনে।

2500 complaints were lodged in ssc

জানা গিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে অভিযােগ গুলি বিশ্লেষণ করে বাছাই এবং শুনানির প্রস্তুতির কাজ চলবে। আগস্টের দ্বিতীয় সপ্তাহেই চালু হয়ে যেতে পারে শুনানি প্রক্রিয়া।


উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়ােগের ইন্টারভিউ তালিকা নিয়ে একাধিক অভিযােগে সরব হয়েছিলেন বহু প্রার্থী। অভিযােগ উঠেছিল,সমস্ত নথি জমা দেওয়া সত্ত্বেও ইন্টারভিউ তালিকায় নাম নেই বহু প্রার্থীর। হাইকোর্টের নির্দেশে সেই অভিযােগ কমিশনে জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই।

সূত্রের খবর, সশরীরে কমিশনের দফতরে এসে, ই-মেলের মাধ্যমে, ডাকযােগে, এই তিনটি পদ্ধতিতে প্রায় ২৫ হাজার
৩৫০ টি অভিযােগ জমা পড়েছে কমিশনের কাছে। তার মধ্যে কমিশনে এসে অভিযােগ জমা দিয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার। ডাকযােগে ৭ হাজারের বেশি ও ই-মেল মারফত সাড়ে ১৩ হাজারের মতাে অভিযােগ এসেছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, মােট জমা পড়া অভিযােগের প্রায় এক-তৃতীয়াংশ অভিযােগই একাধিক মাধ্যমে এসেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad