সংসদে অশোভন আচরণ, রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

সংসদে অশোভন আচরণ, রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূলের ৬ সাংসদ।

নয়াদিল্লি: রাজ্যসভা থেকে একদিনের জন্য সাসপেন্ড করা হল তৃণমূলের ছয় সাংসদকে।

Suspended tmc six mps from rajya sabha

অধিবেশনে বানচাল করার অভিযােগে দোলা সেন, অর্পিতা ঘােষ, মৌসম নুর, শান্তা ছেত্রী, নাদিমুল হক এবং আবির রঞ্জন বিশ্বাসকে বুধবার সাসপেন্ড করা হয়েছে।


রাজ্যসভায় অধিবেশন আরম্ভ হতেই তৃণমূলসহ অন্যান্য বিরােধী দলের সাংসদরা ওয়েলে নেমে আসে তারপর প্ল্যাকার্ড হাতে নিয়ে পেগাসাস-কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে।

রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু (Venkaiah Naidu) তাঁদের নিজ নিজ জায়গায় ফিরে যাওয়ার জন্য অনুরােধ করেন। কিন্তু তাঁরা সেই অনুরোধ শোনেননি বলে অভিযােগ। তার পরই অধিবেশন বানচালের অভিযোগ তুলে রাজ্যসভার রুল ২৫৫-র আওতায় এক দিনের জন্য তৃণমূলের ছয় সাংসদকে সাসপেন্ড করা হয়।

তৃনমূল শিবিরের অভিযোগ দলীয় সাংসদদের সাসপেন্ড হওয়ার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির হাত রয়েছে। সদ্য মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি (Narendra Modi) দলীয় নেতৃত্বকে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।

এদিনের ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লােকসভার সাংসদ অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)-র টুইটে নাম না করে প্রধানমন্ত্রীর দিকে অভিযােগের আঙুল তুলেছেন। তিনি লিখেছেন, 'আমাদের সাংসদদের সঙ্গে যা করা হল তা থেকে স্পষ্ট যে, ৫৬ ইঞ্চির গডফাদার হার মেনে নিয়েছেন। আমাদের সাসপেন্ড করতে পারেন, কিন্তু চুপ করাতে পারবেন না। রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা সত্যের জন্য লড়াই চালিয়ে যাব।'

অভিষেকের বক্তব্য তাৎপর্যপূর্ণ। সংসদে যে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত আরও বৃদ্ধি পেতে চলেছে টুইটটি সেই বার্তাই বহন করেছে।

অভিষেকের টুইটের পরে তােড়জোড় শুরু হয়ে গিয়েছে তৃণমূলের সাংসদদের মধ্যে। কী ভাবে সংসদের অন্দরে সরকার বিরােধিতার ঝাঁজ আরও বাড়ানো যায় সেই রণ-কৌশল তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারাও। অন্যদিকে সরকার পক্ষও বিষয়টি আন্দাজ করে যে প্রস্তুত থাকছে, তা বােঝা যাচ্ছে।

সূত্রের খবর, এদিন সন্ধ্যায় রাজ্যসভার সচিবালয়ের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের কয়েকজন মন্ত্রীর উচ্চ-পর্যায়ের বৈঠক হয়েছে। এদিনের সভায় হাঙ্গামার জন্য চিহ্নিত সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, সম্ভবত সেই বিষয়েও বৈঠকে আলােচনা হয়েছে।

কয়েক দিন আগেই তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেনকে রাজ্যসভা থেকে গােটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন রাজ্যসভায় বক্তব্য রাখছিলেন সেই সময় শান্তনু সেন তাঁর কাছে এসে মন্ত্রীর হাতে থেকে কাগজ কেড়ে নিয়ে ছিড়ে ফেলেন। তার পরই পুরো অধিবেশন থেকে তাঁকে সাসপেন্ড করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad