উচ্চ প্রাথমিকের শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১০ই আগস্ট। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

উচ্চ প্রাথমিকের শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী ১০ই আগস্ট।

আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে চলেছে উচ্চ প্রাথমিক (Higher Secondary)-র ইন্টারভিউ তালিকা নিয়ে জমা পড়া অভিযােগ গুলির শুনানি প্রক্রিয়া।

Upper priary hearing hearing

বুধবার বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। গত ৩১ জুলাই উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়ােগের ইন্টারভিউ তালিকা নিয়ে অভিযােগ জমা করার শেষ দিন ছিল। জানা গিয়েছিল, ওইদিন পর্যন্ত প্রায় ২৫ হাজার ৩৫০ টি অভিযােগ জমা পড়েছে কমিশনের কাছে।


সূত্রের খবর,মােট অভিযােগের প্রায় এক-তৃতীয়াংশ অভিযােগ একাধিক মাধ্যমে জমা পড়েছে। অর্থাৎ, একই অভিযোগ দুই-তিনবার করে জমা পড়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই অভিযােগগুলি যাচাইয়ের কাজ চলছে।

স্কুল সার্ভিস কমিশনের প্রাথমিক অনুমান, একাধিকবার জমা পড়া এবং ভিত্তিহীন অভিযােগ বাদ দিয়ে শেষ পর্যন্ত হয়তাে ৮-১০ হাজার অভিযােগের শুনানি হতে পারে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, শুনানির জন্য ৭টি বাের্ড গঠন করা হতে পারে। তার জন্য ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর ৬ জন যুগ্মসচিবকে কমিশনে পাঠিয়েছে।

প্রতিদিন ২০০- ২১০টি অভিযােগের নিষ্পত্তি বা প্রতিকারের লক্ষ্যে অভিযােগকারী প্রার্থীদের বক্তব্য শােনা হতে পারে। তবে, এই শুনানি প্রক্রিয়া কতদিন চলবে সেই সম্পর্কে এখাও জানানাে হয়নি কমিশনের তরফে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad