মালদা: নাবালিকা ধর্ষণ কাণ্ডে মালদার মানিকচকে তদন্তে এল সিবিআই।
মানিকচক থানার জালালপুর গ্রামে সিবিআই (CBI) জুন মাসের প্রথম সপ্তাহে এক নাবালিকাকে ধর্ষণের অভিযােগ ওঠে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্ত জেল হেফাজতে রয়েছে। সেই ঘটনার তদন্তে সিবিআই পৌঁছল মালদায়। আরও জানা যায়, পরিবারটি বিজেপির স্বক্রিয় সদস্য।
উল্লেখ্য, চলতি বছরের গত ৪ জুন মানিকচকের জালালপুরে এক নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটে। সেই গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম সেই নাবালিকা বালিকাকে ধর্ষণ করে বলে অভিযােগ।
ধর্ষণের একদিন পর ঘটনাটি জানাজানি হতেই ধর্ষিতা
নাবালিকার মা মানিকচক থানায় অভিযােগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলেও শেষে পুলিশের জালে ধরা পরে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক জেল হেফাজতে রয়েছে।
এই সময় এই নাবালিকা ধর্ষণ কাণ্ডকে নিয়ে তােলপাড় হয় বঙ্গ রাজনীতি। বিজেপির তরফ থেকে বারবার নাবালিকা ধর্ষণ কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার দাবি জোরদার হয়। উচ্চ আদালতের নির্দেশে সিট গটন করা হয়। বলা হয়, ভােট পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছে তার তদন্ত করবে সিবিআই।
এরপর মালদার মানিকচকের এই পরিবার মানবাধিকার কমিশনে অভিযােগ জানায়। কয়েকদিন আগেই এই ধর্ষণ
কাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় সিবিআই এর হাতে।
তদন্তভার হাতে নিয়েই সিবিআই এর দিল্লির দপ্তর থেকে হাজির হন ৪ জন প্রতিনিধি। তারা দীর্ঘক্ষণ ধর্ষিত বালিকা ও তার পরিবারের সঙ্গে কথা বলেন। তবে ঠিক কি বিষয়ে কথা হয়েছে বা কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তা নিয়ে কোনাে প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিবিআই বা ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে।
তবে সিবিআই এর তদন্তভার গ্রহণে বেজায় খুশি এলাকা-বাসী। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলা বিজেপি নেতা গােবিন্দ চন্দ্র মণ্ডল বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের রাঘব বােয়ালরা জড়িত রয়েছে। আমরা চাই দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যাতে করে পরবর্তী সময়ে কেউ এই ধরনের ঘটনা না ঘটাতে পারে। ব্যবস্থা যদি না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
পশ্চিমবঙ্গের পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে। আমাদের তৃণমূল পরিচালিত সরকারের পুলিশে ভরসা নেই। সিবিআই এসেছিল আশাকরি এর সুফল পাব।
পাল্টা তৃণমুলের জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, প্রশাসন আইন অনুযায়ী তদন্ত করছে। কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে তাহলে পুলিশ প্রশাসন রয়েছে তদন্ত করবে, বিজেপির কথাতে কোনও যায় আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.