শাহরুখ খানকে বিজ্ঞাপন থেকে সরিয়ে নিল অনলাইনে শিক্ষাদানকারী সংস্থা Byjus। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

শাহরুখ খানকে বিজ্ঞাপন থেকে সরিয়ে নিল অনলাইনে শিক্ষাদানকারী সংস্থা Byjus।

ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে জড়িয়ে পড়ার পর থেকে শাহরুখকে নিয়ে সমালােচনার মুখে পড়তে হয়েছে একটি নামী অনলাইন শিক্ষাদানকারী সংস্থাকেও।

Byjus remove Shahrukh Khan as their brand ambassador

ঘটনাচক্রে এই সংস্থার হয়ে শিশুদের শিক্ষা সংক্রান্ত বিজ্ঞাপন করেছেন শাহরুখ। নেটমাধ্যমে এই বিজ্ঞাপন নিয়ে শাহরুখকে জড়িয়ে একের পর এক তােপ দাগা শুরু হয়েছে। কেউ কেউ ‘বাদশা’কে বলেছেন, "নিজের ছেলে যেখানে ‘উচ্ছন্নে যাচ্ছে, তখন তাঁর মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না।"


অবিলম্বে অভিনেতাকে বিজ্ঞাপন থেকে সরানােরও দাবি ওঠে। ফলে ওই সংস্থার উপর ক্রমে চাপ বাড়তে থাকে। শেষমেশ শাহরুখের বিজ্ঞাপন বন্ধই করে দিল তারা।

সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডরও শাহরুখ। বিজ্ঞাপন বন্ধ করে দিলেও তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর রাখা হয়েছে কি না তা নিয়েও জল্পনা তুঙ্গে।

২০১৭-তে অনলাইনে শিক্ষাদানকারী ওই সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি হয় শাহরুখের। দাবি, তার পর থেকেই ওই সংস্থার আয় বিপুল বেড়েছে। এই সংস্থার বিজ্ঞাপনের জন্য মোটা টাকাও চুক্তি হয়েছিল শাহরুখের।

শুধু এই সংস্থাই নয়, আরও বেশ কয়েকটি সংস্থার মুখ হিসেবেও রয়েছেন ‘বাদশা’। এখন দেখার বিষয় এই সব সংস্থাগুলিও একই পদক্ষেপ নেয় কি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad