দুর্গাপুজো নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কোলকাতা হাইকোর্ট। সিঁদুর-খেলা থেকে আরতি- সব ক্ষেত্রেই পাওয়া গেলো হাইকোর্টের অনুমতি।
কিন্তু সব ক্ষেত্রেই একটি শর্ত। যদি ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া থাকে তবেই মিলবে মণ্ডপে অঞ্জলি দেওয়ার কিংবা দশমীতে সিঁদুর খেলার অনুমতি।
দুর্গাপুজোর উপাচার মানার ক্ষেত্রে দর্শনার্থীদের ডবল ডােজ বাধ্যতামূলক করল হাইকোর্টের বিচারপতি আইপি মুখার্জি এবং অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। শুধু তাই নয়, পুজোর সময়ে কারা মণ্ডপে থাকবেন,সেই নামের তালিকাও আগে থেকে উদ্যোক্তাদের তৈরি করে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার আরও একবার পুজো উদ্যোক্তাদের স্পষ্ট করে দেওয়া হয় আদালতের তরফ থেকে। ‘কঠোরভাবে মানতে হবে করােনা বিধি। ভ্যাকসিনের দুটি ভােজ নেওয়া থাকলেও মাস্ক বাধ্যতামূলক।
পুজো মণ্ডপ গুলিতে এক সঙ্গে কত জন করে থাকতে পারবেন, সেই সংখ্যাটাও এদিন নির্দিষ্ট করে দেয় আদালত।
হাইকোর্টের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, বড় মণ্ডপ গুলিতে একসঙ্গে থাকতে পারবেন ৪৫-৬০ জন দর্শনার্থী। ছােটো মণ্ডপ -গুলিতে একসঙ্গে থাকবে পারবেন ১৫ জন। নিয়ম না মানলে পুজোর অনুমতিই বাতিল করে দেওয়া হবে বলে কঠোরভাবে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট।
পুজো মণ্ডপ গুলিতে ‘নাে এন্ট্রি'-র বিষয়ে আরও একবার সতর্ক করল কলকাতা হাইকোর্ট। এদিন, পুজোর গাইডলাইন মামলায় এজিকে তলব করে আদালত। এজি-র সামনেই আদালত আরও একবার পুজোতে স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে কড়া শতর্কবার্তা দেয়। পুজো মণ্ডপে যাতে দর্শনার্থী কম থাকে, সে ব্যাপারে আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হয় রাজ্যকে।
প্রসঙ্গত, পুজোর মানা হচ্ছে না বিধি নিষেধ,এই অভিযােগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। বেশ কিছু বিষয়ে তিনি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। তার ভিত্তিতে আদালত, এদিন এজিকে তলব করে। বেলা ১২.৫৫ মিনিটের মধ্যে এজিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের পক্ষ থেকে এজি আদালতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেন।
এজি আদালতে জানায়:
১) সরকার সার্কুলার জারি করেছে। তাতে স্পষ্ট বলা হয়েছে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।
২) ১৫ জনের বেশি প্যান্ডালে ভিড় জমানো যাবেনা। কোনও বাধা না দেওয়া হলেও ‘নাে এন্ট্রি জোন’ রাখা হয়েছে। বলা হয়েছে হাইকোর্টের নির্দেশ মানতে হবে।
৩) এজি এদিন আদালতে স্পষ্ট করেন, গত বছরও সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা জারি হয়নি। তবে কতজন এক সঙ্গে মণ্ডপে প্রবেশ করতে পারবেন, তার সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
৪) ঢাকি শুধুমাত্র প্যান্ডালের মধ্যেই থাকবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.