ব্যাঙ্ক কর্মী হতে চাইলে সামনে দারুণ সুযােগ।
দেশের আটটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৪১৩৫ জন প্রবেশনারি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনি নেওয়া হবে, যে ব্যাঙ্ক গুলিতে কর্মী নেওয়া হবে সেগুলি হল, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ, পাঞ্জাব অ্যান্ডি সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক।
কেন্দ্রীয়স্তরে পরীক্ষা ‘কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর অফিসার্স বা ম্যানেজমেন্ট ট্রেনিক্স ইন পার্টিসিপেটিং ব্যাঙ্কস' নেওয়া হবে ডিসেম্বর-জানুয়ারি মাসে।
সংশ্লিষ্ট আটটি ব্যাঙ্কের যে কোনও একটি ব্যাঙ্কে যােগ দিতে গেলেও এই পরীক্ষায় পাশ করতেই হবে। পরীক্ষা নেবে 'ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন' বা
আইবিপিএস (IBPS)।
পশ্চিমবঙ্গের কলকাতা,হুগলি, শিলিগুড়ি, আসানসােল, দুর্গাপুর, কল্যাণীতে এটির পরীক্ষাকেন্দ্র থাকবে। এই পরীক্ষায় সফলদের একটি স্কোর কার্ড দেবে IBPS.
প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট ব্যাঙ্ক গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করবে। ওই স্কোর কার্ড ২০২৩ সালের ৩১ শে মার্চ পর্যন্ত বৈধ থাকবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৪ ও ১১ ডিসেম্বরে। মেন পরীক্ষা হবে জানুয়ারি-তে। অনলাইনে ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে। প্রার্থী www.ibps.in আবেদন করতে হবে।
কারা পরীক্ষা দিতে পারবে :
পরীক্ষার বহু ধাপ :
প্রিলির রেজাল্ট বেরোবে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে। এরপর মেন পরীক্ষায় অবজেক্টিভ টাইপ মাল্টিপল প্রশ্ন থাকে ২০০ নম্বরের।প্রশ্ন থাকে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউট (৬০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৪০ নম্বর), জেনারেল ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (৪০ নম্বর), ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৬০ নম্বর)। এছাড়াও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপারে ২৫ নম্বরে দু'টি প্রশ্ন থাকে। সময় থাকবে ৩০ মিনিট।
মনে রাখা প্রক্সোজন, প্রতিটি প্রশ্ন হবে ইংরেজিতে। প্রিলি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের থেকে ০.২৫ নম্বর কাটা হবে। প্রিলিমিনারিতে সফল হলেই মেন পরীক্ষা ডাকা হবে। মেন পরীক্ষার ফল বের হবে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে। মেন পরীক্ষার রেজাল্ট দেখেই প্রার্থীকে ১০০নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হতে পারে ফেব্রুয়ারি বা মার্চে। মেন ও ইন্টারভিউয়ের নম্বর যােগ করে চূড়ান্ত স্কোর তৈরি হয়।
পরীক্ষার ফি দিতে হবে অনলাইনে। ফি হিসাবে দিতে হবে ৮৫০ টাকা। সংরক্ষিত প্রার্থীদের দিতে হয় ১৭৫ টাকা। আবেদনের সময় প্রার্থীর বৈধ email আইডি থাকতে হবে। পাসপাের্ট মাপের নিজের ছবি ও নিজের সই আর লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করতে হবে।
জরুরি বিষয়, অনলাইনে আবেদন করার পর দরখাস্তের এক কপি প্রিন্ট আউট বের করে রাখতে হবে, পরীক্ষার সময় ওই কপি লাগবে। এ পরীক্ষার যে কোনও তথ্যের জন্য www.ibps.in এ ভিজিট করা উচিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.