তিরুঅনন্তপুরম : কেরলে ঘটল এক আজব কাণ্ড।
| প্রতীকী চিত্র |
গত সপ্তাহে করেলের মালাপ্পুরম Malappuram জেলায় ১৭ বছর বয়সী এক কিশােরীর ইউটিউবের ভিডিও দেখে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে যায়। কাক-পক্ষীও টের পায়নি এই ঘটনার।
জানা গিয়েছে, নিজের প্রেমিকের সঙ্গে যৌন মিলনের পর গর্ভবতী হয়ে পড়ে ওই কিশােরী। এরপর জানাজানি হয়ে যাওয়ার ভয়ে নিজের বাড়িতেই ইউটিউবের ভিডিও দেখে পুত্র সন্তানের জন্ম দেয় বছর ১৭ ওই তরুণী।
Youtube -এ বােমা বানানোর প্রক্রিয়া দেখে বোমা তৈরি করেছে অনেকে, এমন খবর প্রায়ই শােনা গিয়েছে কিন্তু সন্তানের জন্ম দেওয়ার ঘটনা শােনা যায়নি।
পরিবারের সূত্র মারফত জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই অনলাইন ক্লাসের নাম করে নিজের ঘর থেকে বাইরে আসেনি ওই তরুণী।
পুলিশ সূত্রে খবর, সন্তান জন্ম নেওয়ার পর ইউটিউবের সাহায্য নিয়ে সে নিজের নাড়ি কেটেছে। চলতি মাসেই ২০ অক্টোবর ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে।
পুলিশী তদন্তে জানা গিয়েছে, সন্তান প্রসবের এই প্রক্রিয়ায় তাকে অন্য কেউ সাহায্য করেনি। কিশােরী জানায়, প্রসব বেদনা ওঠার পর থেকেই You tube ঘেঁটে সন্তান প্রসব প্রক্রিয়া শিখেছিল সে।
২৪ অক্টোবর সে একটি পুত্রসন্তানের জন্ম দেয়। তিন দিন পর ওই কিশােরীর ঘর থেকে শিশুকণ্ঠে কান্নার শব্দে বিষয়টি সম্পর্কে জানতে পারেন তাঁর মা। কাঁচা হাতে এই সন্তানের জন্ম দেওয়ার পর কিশােরীর শরীরে সংক্রমণ দেখা দেয় তাই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরেই হাসপাতালের তরফ থেকে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে মা ও শিশু দুজনেই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁরা দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। নাবালিকাকে গর্ভবতী করার অপরাধে ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
ইউটিউব দেখে প্রসব প্রক্রিয়া শেখার বুদ্ধি তাকে দেয় প্রেমিকই। প্রসবের ঘটনা প্রকাশ্যে আসার পর ওই তরুণকে পকসাে আইনে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসাে আইন এবং ভারতীয় দণ্ড সংহিতার ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশােরীর মা দৃষ্টিহীন এবং তাঁর বাবা কাজের সূত্রে রাতে সিকিউরিটি গার্ডের কাজ করেন এবং অধিকাংশ সময় বাইরে থাকতে হয় তাই তাদের থেকে গর্ভবতী হওয়ার ঘটনা লুকিয়ে রাখা
সহজ ছিল।
স্থানীয় সূত্রে খবর, কিশােরী ও তরুণের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিশােরীর ১৮ বছর বয়স হলে তাদের মধ্যে বিয়ে হওয়ারও কথা ছিল।কিশােরী প্রাপ্তবয়স্ক না হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.