Amit Shah: ভোট পর্ব মিটে গেলেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু–কাশ্মীর’‌, উপত্যকায় ঘোষণা করবেন অমিত শাহ। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

Amit Shah: ভোট পর্ব মিটে গেলেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু–কাশ্মীর’‌, উপত্যকায় ঘোষণা করবেন অমিত শাহ।

শ্রীনগর : ২০১৯ সালের ৫ আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলােপের পর এই প্রথম শনিবার উপত্যকায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

Jammu and Kashmir statehood will be restored, Amit Shah

তিনদিনের কাশ্মীর সফরের প্রথম দিনেই কাশ্মীরিদের বড়সড় আশ্বাস দিলেন তিনি। জানালেন, ভােটের পর রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। তবে একই সঙ্গে তিনি আবারও জানিয়ে দিয়েছেন, ২০১৯-এর ৫ ই আগস্ট ছিল এক ঐতিহাসিক দিন, যা ইতিহাসে পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেদিন থেকেই উপত্যকায় সন্ত্রাস, স্বজনপােষণ, দুর্নীতির অবসান হয়েছিল। যদিও তার বক্তব্যের মধ্যে অস্বস্তির কাঁটাও রয়েছে।


চলতি অক্টোবর মাসেই ১১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জম্মু ও কাশ্মীরে নিহত হয়েছেন ৩২ জন সাধারণ নাগরিক। শ্রীনগরে পৌছে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে তা নিয়ে অমিত শাহর ক্ষোভের মুখে পড়তে হয় নিরাপত্তাবাহিনীর কর্তাদেরও।

শনিবার শ্রীনগরে জম্মু ও কাশ্মীর ইয়ুথ ক্লাবের সদস্যদের
এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “প্রায় সওয়া দু'বছর পর জম্মু ও কাশ্মীরে এলাম। আপনাদের সঙ্গে দেখা করে খুবই ভাল লাগছে। সন্ত্রাসবাদ কমে গিয়েছে, পাথর ছােড়ার ঘটনা নেই। যারা কাশ্মীরের শান্তি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউই এখানে উন্নয়নে বাধা দিতে পারবে না। এটা আমাদের অঙ্গীকার।"

এরপরই তিনি প্রশ্ন তােলেন, “ডিলিমিটেশন বন্ধ করে দেওয়ার দাবি উঠছে। কেন তা স্থগিত করে দেওয়া হবে? আসন পুন-র্বিন্যাসের পর নির্বাচন হবে। আর সেই নির্বাচনের পরেই রাজ্যের মর্যাদা ফিরে পাবে জম্মু ও কাশ্মীর। দেশের। সংসদে দাঁড়িয়ে আমি এই কথাই বলেছি। এটাই আমাদের পরিকল্পনা।” তার সংযােজন, “এর আগে জম্মু ও কাশ্মীরের একজন সাধারণ যুবক মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার কথা কল্পনাও করতে পারত না কয়েকটি পরিবারের মধ্যে এসব সীমাবদ্ধ ছিল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি তা সম্ভব করেছেন। ৭০ বছরে আগের সরকারগুলি কী করেছে ? ৮৭ জন বিধায়ক, ৬ সাংসদ এবং ৩ পরিবার। মােদিজির আমলে পঞ্চায়েতে ৩০ হাজার নির্বাচিত প্রতিনিধি মানুষের সেবা করছেন। গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন, উন্নয়ন, শিক্ষার বিস্তার ৩৭০ ধারা রদ না করলে সম্ভব হত না। কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ না করলে কাশ্মীরি তরুণদের প্রাণরক্ষা করা যেত না।”

এদিন শ্রীনগর বিমানবন্দরে শাহকে স্বাগত জানান উপ-রাজ্যপাল মনােজ সিনহা। শ্রীনগর পৌঁছে শাহ দেখা করতে যান জম্মু-কাশ্মীরের নিহত পুলিশ আধিকারিক পারভেজ আহমদের পরিবারের সঙ্গে। কয়েক দিন আগেই জঙ্গিদের হাতে খুন হন এই পুলিশ কর্মী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পারভেজের স্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁকে চাকরির প্রস্তাব দেন। শাহর সঙ্গে ছিলেন মনােজ সিনহা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং ডিজি দিলবাগ সিং। এরপরই রাজভবনে এক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে মিলিত হন শাহ। ছিলেন চারজন কম্যান্ডার, জম্মু-কাশ্মীর পুলিশের শীর্ষ আধিকারিকরা, ইন্টেলিজেন্সের শীর্ষকর্তারা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্তাব্যক্তিরা।

জম্মু ও কাশ্মীরে কট্টরপন্থার বাড়বাড়ন্ত, সাধারণ মানুষের
হত্যা, সীমান্ত পারের হামলা নিয়ে আলােচনা হয় ওই বৈঠকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, উপত্যকায় বিপুল নিরাপত্তা বাহিনী থাকার পরও সন্ত্রাসবাদ কেন বাড়ছে। এক।আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের হাতে নিহত শিখ শিক্ষক মাখনলাল বিন্দু এবং এক মুসলিম বাসিন্দার বাড়িতেও যাবেন শাহ।

পুলওয়ামার লেথপুরায় ৪০ শহিদ CRPF জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। রবিবার জম্মু ও কাশ্মীর উড়ে যাবেন তিনি। সেখানে IIT সমাবর্তনে অংশ নেবেন। তারপর দুপুরে একটি জনসভা করবেন। সেখানে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গেও দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর শ্রীনগরে উড়ে যাবেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad