মালদা : পরিতক্ত তৃনমূল নেতার বাড়িতে আচমকাই বোমা বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে উড়ে গেল বাড়ির টাল।
দরজা, জানালা ভেঙে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। যদিও এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের খবর পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি।
রবিবার সকাল এগারােটা নাগাদ ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিপুর ১ গ্রাম পঞ্চায়েতের পটুয়াতলী চাঁদপুর গ্রামে। বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে তদন্তে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ ওই পরিত্যক্ত বাড়ি থেকে আরও তিনটি তাজা বােমা উদ্ধার করে বােম স্কোয়াডের অফিসাররা। পরে উদ্ধার হওয়া বােমাগুলি নিষ্ক্রিয় করা হয়। কিন্তু কি কারণে ওই পরিত্যক্ত বাড়িতে বােমা মজুত রাখা হয়েছিল, সে বিষয়ে পরিষ্কার করে জানাতে পারেনি তদন্তকারী পুলিশ কর্তারা। পুরাে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই বাড়ির মালিকের নাম রফিকুল শেখ। বাড়িটি দীর্ঘদিন ধরেই তালাবন্দি অবস্থায় ছিল। রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের (Sabina Yeasmin) বাড়ির সামনেই বোমা মজুত করার কাজ চলছিল। এদিন সকালে বিকট আওয়াজে কেঁপে ওঠে গােটা এলাকা। এরপরই বােমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
পুরাে বাড়িটি টালির এবং পাকা দেওয়াল যুক্ত। বাড়ির
অধিকাংশ জায়গা ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে। তবে পরিত্যক্ত ওই বাড়িতে কেউ ছিল না। ফলে কোনও হতাহতের খবর নেই। তবে দুষ্কৃতীরা কোনও অপরাধমূলক ষড়যন্ত্র করার ক্ষেত্রে পরিত্যক্ত ওই বাড়িতে বােমাগুলি মজুত রাখতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে কালিয়াচক থানার পুলিশ। তবে এই ঘটনার পর রফিকুল সেখ ও তার পরিবারের লােকেরা গা ঢাকা দিয়েছে।
কালিয়াচক থানার আইসি মদন মােহন রায় জানিয়েছেন,
পটুয়াতলী চাঁদপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুরাে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কি কারনে বােমাগুলি সেখানে মজুত করা হয়েছিল সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.