হিন্দু সেজে চাকরি হাসিল করার অভিযােগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। নিকাহর ছবি পােস্ট মহারাষ্ট্রের NCP নেতা নবাব মালিকের। দাবি কেন্দ্রের অনুমতি নিয়ে পার্টি হয় প্রমােদতরীতে। - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

হিন্দু সেজে চাকরি হাসিল করার অভিযােগ সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে। নিকাহর ছবি পােস্ট মহারাষ্ট্রের NCP নেতা নবাব মালিকের। দাবি কেন্দ্রের অনুমতি নিয়ে পার্টি হয় প্রমােদতরীতে।

মুম্বই : এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর অভিযোগ নবাব মালিকের।

Sameer Wankhede nikah, Nawab Malik

মহারাষ্ট্রের এনসিপি (NCP) নেতা নবাব মালিক এদিন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)-র প্রথম বিবাহের ছবি টুইটারে পােস্ট করে দাবি করেন, সমীর জাতিতে একজন মুসলিম কিন্তু ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস Indian Revenue Service  -র চাকরি পাওয়ার জন্য প্রান্তিক হিন্দু সেজে ভুয়া শংসাপত্র দেখিয়েছিলেন।


চাকরির নথিতে তার নিজের ধর্ম নিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারির মাস্টার মাইন্ড এই অফিসার। দু’দিন আগেই সমীরের আসল জন্ম শংসাপত্র প্রকাশ করে তার মুসলিম যােগের কথা জানান তাতে লেখা ছিল সমীরের আসল নাম সমীর দাউদ ওয়াংখেড়ে। 

এছাড়াও নবাবের দাবী গত ২ অক্টোবর মুম্বই উপকূলে প্রমােদ -তরীতে আরিয়ানদের পার্টির অনুমতি কেন্দ্রের ‘ডিরেক্টরেট অফ শিপিং’ থেকে দেওয়া হয়েছিল।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর বা মুম্বাই পুলিশের তরফ থেকে এ বিষয়ে অনুমতি নেওয়া হয়নি। বিয়ে নিয়ে অভিযােগের জবাবে সমীর এদিন বলেন, তার মুসলিম মায়ের ইচ্ছা মেনেই তিনি নিকাহ করেছিলেন। তবে তিনি হিন্দু বলেই নিজেকে দাবি করে বলেন, “ক্ষমতা থাকলে আমার ধর্মান্তরিত হওয়ার প্রমাণ দিন। আমি জন্মসূত্রে হিন্দু। মা ছিলেন মুসলিম। আজ পর্যন্ত আমি নিজের ধর্ম বদলাইনি।”

সমীরের এই চ্যালেঞ্জের জবাবে নবাব চড়া সুরে বলেন,"আমি ওর যে জন্ম শংসাপত্র ও নিকাহনামা টুইট করেছি, যদি তা ভুল হয় তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি আমার পদ থেকে ইস্তফা দিয়ে দেব। আমি সমীরকে ইস্তফা দিতে বলছি না। তবে আইন অনুযায়ী ওর ক’দিন বাদেই চাকরি চলে যাবে।”

মহারাষ্ট্রের মন্ত্রী তথা NCP নেতা ২০০৬ সালে সমীর ওয়াংখেড়ে ও চিকিৎসক শাবানা কুরেশির নিকাহর ছবি পােস্ট করে তার ধর্ম নিয়ে খোঁচা দেওয়া ছাড়াও তাদের বিয়ে দেওয়া কাজিকেও খুঁজে বের করেছেন। সেই কাজিও জানিয়েছেন, বিয়ের দিন নিজেকে মুসলিম বলেই পরিচয় দিয়েছিলেন সমীর।

নবাব এদিন NCB-র বিরুদ্ধে তােপ দেগে আরও বলেন, মাদক বিরােধী অভিযান চলাকালীন সেদিন প্রমােদতরীতে এক আন্তর্জাতিক মাদক মাফিয়া উপস্থিত ছিল। কিন্তু তাকে গ্রেফতার না করে আরিয়ানদের গ্রেফতার করা হয়। মালিকের দাবি ওই মাফিয়া NCB কর্তা সমীর ওয়াংখেড়ের বন্ধু হওয়ার সুবাদেই তাকে ছেড়ে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad