NCB টিম ক্রুজে ড্রাগস পার্টি (Mumbai Drug Case) মামলায় অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryan Khan Arrest In Drug Case)-কে গ্রেফতার করেছে।
NCB টিম আরিয়ান সহ তিন জনকে গ্রেফতার করেছে। খবর অনুযায়ী, আরিয়ান খান এনসিবি কর্মকর্তাদের সামনে মাদক গ্রহণের কথা স্বীকার করেছে।
আরিয়ান খানসহ সকল অভিযুক্তদের এখন মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। এনসিবি ড্রাগ পার্টি করার জন্য ৮ জনকে আটক করেছিল। আটজন অভিযুক্তদের কাছ থেকে চরস, MDMA, MD এবং কোকেনসহ অন্যান্য ড্রাগস উদ্ধার করা হয়েছে।
#WATCH | Mumbai: Three of the eight detained persons, in connection with the raid at a party at a cruise off the Mumbai coast, were being taken for the medical test by NCB pic.twitter.com/JVAYF6fMb5
— ANI (@ANI) October 3, 2021
এখন গ্রেফতার হওয়া আসামীদেরকে মেডিক্যাল টেস্ট করা হবে। তাদের ডাক্তারি পরীক্ষার জন্য মুম্বাইয়ের জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শেষে তাকে কিলা আদালতে হাজির করা হবে। সেখানে তাদের পুলিশ রিমান্ড চাওয়া যেতে পারে। তবে রিমান্ড কত দিন হবে, তা আদালতে পেশ হওয়ার পরই পরিষ্কার হয়ে যাবে।
এনসিবি (NCB) আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছ থেকে কমপক্ষে তিন দিনের রিমান্ড চাইতে পারে।আরিয়ান খানকে মাদক আইনে গ্রেফতার করা হয়েছে।
NCB গ্রেপ্তারের সাথে সাথে আরিয়ান খানের মোবাইল বাজেয়াপ্ত করেছে। তার চ্যাটের তদন্ত শুরু হয়েছে। এর আগে, আরিয়ানকে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল NCB।
বর্তমানে আরিয়ান খান, মুনমুন ভানেজা এবং আরবাজ -সহ তিনজনের মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। আদালতে হাজির হওয়ার পর জানা যাবে আরিয়ান খানসহ সকল আসামিকে পুলিশ হেফাজতে পাঠানো হবে নাকি জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হবে।
NCB আরিয়ান খানের মোবাইল বাজেয়াপ্ত করেছে:
NCB গ্রেপ্তারের সাথে সাথে আরিয়ান খানের মোবাইল বাজেয়াপ্ত করেছে। তার চ্যাটের তদন্ত শুরু হয়েছে। এর আগে, আরিয়ানকে ১২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল NCB।
বর্তমানে আরিয়ান খান, মুনমুন ভানেজা এবং আরবাজ -সহ তিনজনের মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। আদালতে হাজির হওয়ার পর জানা যাবে আরিয়ান খানসহ সকল আসামিকে পুলিশ হেফাজতে পাঠানো হবে নাকি জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.