বাংলা চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তিনি তা শেয়ার করেছেন নিজের মাইক্রো ব্লগিং সাইট টুইটারে।
বাংলা চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ওরফে বুম্বা দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফুড ডেলিভারি অ্যাপ Swigy-র বিরুদ্ধে অভিযোগ করে চিঠি লেখার জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন।
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন প্রসেনজিৎ,তারপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউজার্সদের প্রতিক্রিয়া সামনে এসেছে।কেউ কেউ বলেছেন জাতিসংঘ কেউ একটা চিঠি লিখতে পারতেন।
Sir, please tag the UN and Joe Biden as well. This will require mobilization at the highest levels. https://t.co/Ij7FGGJvGK
— Ajit Datta (@ajitdatta) November 6, 2021
প্রকৃতপক্ষে, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি Swigy-র বিরুদ্ধে একটি চিঠি লেখেন এবং তা মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শেয়ার করেন। এতে তিনি পুরো ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন।
প্রসেনজিৎ আরও লিখেন যে আমি আপনাদের উদ্দেশ্যে একটি চিঠি লিখছি, কারণ এটি অন্য কারও সাথেও হতে পারে। কেউ যদি নিজের এবং তার অতিথিদের জন্য খাবারের অর্ডার দেয় এবং কোম্পানি সময়মতো ডেলিভারি না করে তাহলে তাদের কী হবে? অনেকেই আছেন যারা শুধুমাত্র এই অ্যাপের উপর নির্ভর করেন। যদি রাতের খাবার সময়মতো পৌঁছে না দিলে তারা কি ক্ষুধার্ত থাকবে? এরকম ঘটনা নিশ্চয়ই অনেক হয়েছে। সেজন্য এ বিষয়ে আপনাদের জানানো প্রয়োজন বলে মনে করলাম।"
Respected PM @narendramodi and Respected CM @MamataOfficial, your kind attention please. pic.twitter.com/fry7F6wYl7
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 6, 2021
প্রসেনজিৎ তার চিঠি টুইটারে আপলোড করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ব্যক্তিদের আক্রমণের মুখে পড়েন তিনি। একজন বলেছেন, যারা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ট্যাগ করার জন্য আপনার সমালোচনা করছেন তাদের লজ্জা হওয়া উচিত। আমি আপনাকে বলি যে আপনি যে সমস্যাটি উত্থাপন করেছেন তা একটি জাতীয় সমস্যা নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। জাতিসংঘের উচিত বিষয়টি গুরুত্ব সহকারে দেখা।
I love @prosenjitbumba ‘s confidence that PM and Bengal CM may agree with each other on this one and refer this matter to CBI! This certainly requires CBI investigation and might even need MEA and Defense Ministry to put together a report. https://t.co/tauljZxlLQ
— Sunanda Vashisht (@sunandavashisht) November 6, 2021
আরেক ব্যবহারকারী প্রসেনজিতের এই কাজকে হাস্যকর বলেছেন। তিনি বলেন, আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী খালি বসে আছেন যে আপনি তাদের এমন বিষয় নিয়ে আলোচনা করছেন। আপনি দেশের একজন নামকরা শিল্পী বলেই এটা করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.