কেন তেলের দাম বাড়ছে? জানালেন খাদ্য সচিব সুধাংশু পান্ডে (Sudhanshu Pandey)।
উৎসবের মরসুমে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। শুক্রবার খাদ্য ও সরবরাহ দফতর (Food and Public Distribution)-র সচিব সুধাংশু পান্ডে এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
তিনি জানিয়েছেন, "ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় শ্রমিক সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে।" আন্তর্জাতিক বাজারে পাম তেলের দামও বেড়ে চলেছে। কিন্তু ভারতে দাম নিম্নগামী।"
তিনি আরও জানান, সরষের তেলের উৎপাদন বেড়েছে ১০ লাখ মেট্রিক টন। ফলস্বরূপ, এর লাভ শীঘ্রই পাওয়া যাবে এবং দামও কমবে। এর ফলে উৎসবের মরশুমে মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই পাবে আম জনতা। সরষের তেলের মূল্যও হ্রাস পাবে। এমনকি সুধাংশু পান্ডে আরও জানান, সরকার ডালের দাম কমাতেও উদ্যোগী।
Intervention of Central Govt along State Govt cooling down commodity prices is much faster than other countries: Department of Food & Public Distribution on initiatives by the Centre to ease prices of essential commodities and bring relief to consumers pic.twitter.com/77CbDIe69N
— ANI (@ANI) October 22, 2021
খাদ্য ও সরবরাহ সচিব জানান, "তেল ও ডালের দাম নিয়ে আলোচনার জন্য কেন্দ্র আগামী মাসে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসবে। ফেব্রুয়ারি থেকে তেল ও ডালের দাম কমতে পারে।"
তিনি আরও বলেন, "পেঁয়াজের দাম কমাতে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.