যােগী প্রশাসনের দায়ের করা মামলায় ৩ কাশ্মীরী ছাত্রদের অবিলম্বে মুক্তির দাবি জানালাে CPIM - Probaho Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

যােগী প্রশাসনের দায়ের করা মামলায় ৩ কাশ্মীরী ছাত্রদের অবিলম্বে মুক্তির দাবি জানালাে CPIM

Cpim demanded release of three kashmiri students

লখনৌ: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের পরে আগ্রায় পাঠরত কাশ্মীরের তিন জন ছাত্রের বিরুদ্ধে যােগী প্রশাসনের দেশ-দ্রোহিতার মামলা দায়ের করার তীব্র নিন্দা করল সিপিআইএম (CPIM)।


পার্টির উত্তর প্রদেশ রাজ্য কমিটির সম্পাদক হীরালাল যাদবের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে বিজেপি (BJP) সরকার ব্রিটিশদের তৈরি আইনকে ব্যবহার করে সাম্প্রদায়িক কর্মসূচিকে কার্যকরী করছে।

পার্টি বলেছে, এই ধরনের কর্মকাণ্ড একতরফা এবং উত্তর
প্রদেশ সরকারের জনগণের একটি অংশের বিরুদ্ধে ঘৃণার এজেন্ডা ছড়ানাের কর্মসূচি।

Read more : ভারত পাকিস্তান ম্যাচের ফলাফলের পর উত্তরপ্রদেশ ও বিহারের ছাত্ররা কাশ্মীরি ছাত্রদের বেধরক মারধর করে। পাকিস্তান ম্যাচ জেতার পর কাশ্মীরী ছাত্ররা লাগিয়েছিল আজাদির শ্লোগান।

শুধু তাই নয়, আদালতে হাজির করানাের সময়ে যেভাবে সঙ্ঘের সংগঠনগুলি এবং উকিলরা কাশ্মীরী ছাত্রদের মারধর করেছে এবং পুলিশ মূক দর্শক হয়ে নীরব থেকেছে তাতে প্রমাণ হয়েছে উত্তর প্রদেশে আইনের শাসনের কিভাবে লঙ্ঘন করা হয়ে চলেছে।

সিপিআই (এম) কাশ্মীরী ছাত্রদের বিরুদ্ধে অভিযােগ প্রত্যাহার করার এবং তাঁদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

উল্লেখ্য, ভারত-পাক ম্যাচের পরে আগ্রার তিন কাশ্মীরী ছাত্র পাকিস্তানের হয়ে উচ্ছ্বাস করেছে বলে অভিযােগ আনে যােগী প্রশাসন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam link in the comment box.

Post Top Ad