সিঙ্গুর : পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে বেঙ্গালুরু থেকে সিঙ্গুরে ফিরে এসেছিলেন ইন্দিরা সাঁতরা (Indira Santra) পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধে। ভোটে শাসক দলের প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে তিনি জয়ী হয়েছেন।
ইন্দিরা উচ্চশিক্ষিত। বিজ্ঞানের ছাত্রী ছিলেন তিনি।কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক (B.Tech) ডিগ্রি রয়েছে তাঁর।পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর গ্রাম ছেড়েছিলেন ইন্দিরা। চলে গিয়েছিলেন সুদূর বেঙ্গালুরুতে। সেখানে অক্সিটোনা নামক একটি সংস্থায় মোটা মাইনের চাকরি করতেন বলে খবর। কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে।লড়বেন বলে চাকরি ছাড়বেন বলে মনস্থির করেন ইন্দিরা। সেই মতোই ৩ মাস আগে কাজে ইস্তফা দিয়ে বেঙ্গালুরু থেকে ফিরে আসেন হুগলির গ্রামে। তারপর ভোটে মনোনয়ন জমা দেন।
মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা যায়, তৃণমূল প্রার্থীকে হারিয়ে জিতেও গেছেন তিনি। এই সিঙ্গুরের জমি আন্দোলনই ২০১১ সালে বাংলায় তৃণমূল সরকারের ক্ষমতা দখলের পথ প্রশস্ত করেছিল। ২০০৮ সালে বাম আমলে সিঙ্গুরে পঞ্চায়েত সমিতিতে ঘাসফুল শিবির জয় পেয়েছিল। তারপর পরপর লোকসভা, পুরসভা এবং বিধানসভা নির্বাচনে সিঙ্গুরের মানুষের আশীর্বাদ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ঘাসফুল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে তাঁকে হারিয়ে বিধানসভা তৃণমূলের দখলেই রেখেছিলেন বেচারাম মান্না।
তৃণমূলের গড় সেই সিঙ্গুরের এবার পঞ্চায়েত স্তরে নির্বাচনে জিতল গেরুয়া শিবির। আর সেই জয়ের কাণ্ডারীদের মধ্যে অন্যতম হলেন 'প্রাক্তন' ইঞ্জিনিয়ার ইন্দিরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam link in the comment box.